তা’মীরুল মিল্লাত টঙ্গীর শাখার পাঁচ শিক্ষার্থী পেলেন তুর্কি স্কলারশিপ

১০ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ AM
স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা টাকসুর

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা টাকসুর © টিডিসি

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির পাঁচজন মেধাবী শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ তুর্কি স্কলারশিপ (Türkiye Bursları) অর্জন করেছেন।

এ উপলক্ষে (৯ অক্টোবর) রাতে মাদরাসার কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে স্কলার শিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা জানায় মাদরাসার শিক্ষার্থীদের প্লাটফর্ম তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান। তিনি বলেন, আমাদের এই পাঁচজন শিক্ষার্থী কেবল তা'মীরুল মিল্লাতের নয়, পুরো বাংলাদেশের শিক্ষাব্যবস্থার জন্য এক গর্বের প্রতীক। তাদের সাফল্য প্রমাণ করে, সঠিক দিকনির্দেশনা ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করা গেলে আমাদের শিক্ষার্থীরাও বৈশ্বিক পর্যায়ে নিজেদের সক্ষমতা দেখাতে পারে।

তিনি আরও আশা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা তুরস্কে গিয়েও শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখবে এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

আরও পড়ুন: মাদ্রাসার ১ম-৫ম শ্রেণির উপবৃত্তির তথ্য এন্ট্রির সময়সীমা বাড়ছে

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাকসুর ভিপি মুহাম্মদ ইকবাল কবির, জিএস সাইদুল ইসলাম সাঈদ এবং আন্তর্জাতিক সম্পাদক মাহাদী হাসান।

ভিপি ইকবাল কবির স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, টাকসু সবসময় মেধা ও যোগ্যতাকে উৎসাহিত করে এবং ভবিষ্যতেও এমন প্রতিভাবান শিক্ষার্থীদের পাশে থাকবে।

তিনি আরও জানান, এই সংবর্ধনার উদ্দেশ্য শিক্ষার্থীদের অধ্যবসায়কে স্বীকৃতি দেওয়া এবং অন্যান্য শিক্ষার্থীদেরও আন্তর্জাতিক অঙ্গনে সফল হওয়ার অনুপ্রেরণা জোগানো।

স্কলারশিপপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থী হলেন- শরীফ আল রাহাত, ইন্টারন্যাশনাল গাজিয়ান্তেপ আনাতোলিয়ান ইমাম হাতিপ হাই স্কুল; তাহমিদ ফাহিম, ইন্টারন্যাশনাল জেভাত উলগের আনাতোলিয়ান ইমাম হাতিপ হাই স্কুল; জিহাদ বিন ইউসুফ, ইন্টারন্যাশনাল মেভলানা আনাতোলিয়ান ইমাম হাতিপ হাই স্কুল; ফাহিম রেজওয়ান, ইন্টারন্যাশনাল মুরাত হুদাভেন্দিগার আনাতোলিয়ান ইমাম হাতিপ হাই স্কুল এবং মোঃ আবদুর রহমান, ইন্টারন্যাশনাল প্রফেসর ড. মুহাম্মদ হামিদুল্লাহ আনাতোলিয়ান ইমাম হাতিপ হাই স্কুল।

সংবর্ধনা অনুষ্ঠানে স্কলারশিপপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থীদের মধ্যে মুহাম্মদ আব্দুর রহমান নামে একজন অনুভূতি প্রকাশ করে বলেন, এই সাফল্য আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমাদের শিক্ষকরা সব সময় পাশে থেকেছেন, দিকনির্দেশনা দিয়েছেন। তাদের দোয়া ও মাদরাসার পরিবেশ ছাড়া এটা সম্ভব হতো না।

মোহাম্মদ জিহাদ বিন ইউসুফ নামে আরেক শিক্ষার্থী বলেন, তুরস্কে গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি চাই, আমাদের মাদরাসার আরও অনেক শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পরিচিত করুক।

বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন পর্যবেক্ষণে আসছে যুক্তরাষ্ট্রের দুই সংস্থা
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনা
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য সংক্রান্ত অনুসন্ধানে গুগলে দেখা যাবে না এআই ওভারভ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ দেশব্যাপী বিক্ষোভ করবে ইনকিলাব মঞ্চ
  • ১৬ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9