মাদ্রাসা-মসজিদের সামনে ময়লার ভাগাড়, ভোগান্তিতে মুসল্লি ও শিক্ষার্থীরা
- তা’মীরুল মিল্লাত প্রতিনিধি
- প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৩:৩৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ AM
গাজীপুরের টঙ্গী এলাকায় একটি কওমি মাদ্রাসা ও মসজিদের সামনে ময়লার ভাগাড় করায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। ময়লার ডাম্পিং সাইট অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। আজ শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজের পর মাদ্রাসার সামনের সড়কে একটি মানববন্ধন করেছেন তারা।
জানা গেছে, টঙ্গীর দারুল উলূম মাদ্রাসা ও মসজিদের সামনে গাজীপুর সিটি করপোরেশনের ময়লার ডাম্পিং সাইট করা হয়েছে। এতে মাদ্রাসাটির প্রায় ৭০০ শিক্ষার্থীসহ এলাকার বাসিন্দারা প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়েছেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদ্রাসা ও মসজিদের সামনে ডাম্পিং সাইটের দুর্গন্ধের কারণে শিক্ষার্থীরা চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে। এটি অন্য স্থানে সড়াতে হবে।’
দারুলউলূম মাদ্রাসার জালালাইন বিভাগের শিক্ষার্থী রায়ান বলেন, ‘গত ৫ আগস্ট থেকে সিটি করপোরেশনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। তারা বারবার আশ্বাস দিলেও আজ পর্যন্ত ময়লা সরানো হয়নি। শুধু আশ্বাস, কাজের কোনো অগ্রগতি নেই।’
আরও পড়ুন: হিযবুত তাহরীরের ন্যারেটিভ: কোরআন-হাদিসের আলোকে শিক্ষার্থীদের সচেতন করার নির্দেশ
মাদ্রাসার আরেক শিক্ষার্থী রকিবুল হাসান বলেন, ‘আজকের মানববন্ধন থেকে আমরা ঘোষণা করছি—এখানে আর কোনো ময়লার ডাম্পিং চলবে না। এটি অপসারণ না করা হলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
মানববন্ধনে বক্তব্য দেন গাজীপুর জজকোর্টের আইনজীবী দেওয়ান মেহদী। তিনি বলেন, ‘স্থাপনের প্রথম দিন থেকেই আমরা এর বিরোধিতা করেছি। একটি ধর্মীয় প্রতিষ্ঠান, যেখানে শত শত কুরআনের হাফেজ পড়াশোনা করছে, সেখানে ময়লার ভাগাড় বসানোটা অন্যায়।’
কওমি মাদ্রাসাটির নায়েবে মুতামিম মাওলানা মুসাদ্দেকুর রহমান বলেন, ‘মাদ্রাসার সামনে জোর করে ময়লার ডাম্পিং স্থাপন করেন গাজীপুর সিটি করপোরেশন সাবেক ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরুর সহযোগীতায়। তারপর এলাকাবাসী বারবার আবেদন জানিয়েছে, কিন্তু সিটি করপোরেশন কোনো পদক্ষেপ নেয়নি। সর্বশেষ জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তারা তিন মাস সময় চেয়ে ১০ মাস পার করে দিয়েছে। তাই বাধ্য হয়ে আজকে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছেন।’