তা’মীরুল মিল্লাত থেকে ঢাবি-বুয়েট-মেডিকেলে ২০০ শিক্ষার্থীর চান্স, সংবর্ধনা

০৫ জুলাই ২০২৫, ০৭:৫৯ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:৩৫ PM
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার লোগো

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার লোগো © টিডিসি

দেশের স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ২০২৫ সালের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। মাদ্রাসাটির প্রায় ২০০ জন শিক্ষার্থী দেশের শীর্ষস্থানীয় পাবলিক  বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. রায়হানুল কবির।
 
জানা যায়, চলতি বছরে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন ৪০ জনের বেশি শিক্ষার্থী। এ ছাড়া মেডিকেল কলেজে ৩ জন, এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটসহ) ৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। দেশের অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়েও প্রায় ১৫০ জন শিক্ষার্থী তাদের মেধার স্বাক্ষর রেখে সফলভাবে ভর্তির সুযোগ অর্জন করেছেন।

এ অর্জন মাদ্রাসাটির শিক্ষা ব্যবস্থার মান, নৈতিক শিক্ষার অনুশীলন এবং আধুনিক জ্ঞানচর্চার এক সফল সমন্বয়ের প্রতিফলন। শিক্ষাক্ষেত্রে এক নতুন মাইলফলক তৈরি করেছে তা'মীরুল মিল্লাত।

আরও পড়ুন: এক কলেজ থেকেই বিশ্ববিদ্যালয়-মেডিকেলে চান্স ২০০ শিক্ষার্থীর, সংবর্ধনায় বরণ

শিক্ষার্থীদের এ অসামান্য অর্জনকে সম্মান জানাতে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) এক জমকালো মেধাবী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন আজ শুক্রবার বিকালে মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে। 

টাকসুর ভাইস প্রেসিডেন্ট ইকবাল কবিরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুল হক আজাদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আবুল কালাম আজাদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাকসুর জেনারেল সেক্রেটারি সাইদুল ইসলাম।
 
প্রধান অতিথি আজিজুল হক আজাদ তাঁর বক্তব্যে বলেন, ‘সত্যিকারের সফলতা তখনই আসে, যখন একজন শিক্ষার্থী কেবল নিজের নয়, পুরো জাতির কল্যাণের কথা ভাবে।’
 
অধ্যাপক আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের আমল ও আখলাক ঠিক রাখতে পারলে এই দুনিয়া ও আখিরাত—উভয় জগতে সফলতা অর্জন সম্ভব।’
 
সভাপতির বক্তব্যে ইকবাল কবির বলেন, ‘এই কৃতিত্ব কেবল তা'মীরুল মিল্লাতের নয়, বরং এটি সমগ্র দ্বীনি শিক্ষাব্যবস্থার বিজয়। আমরা প্রমাণ করেছি, দ্বীনি ও জেনারেল শিক্ষার সমন্বয় কেবল সম্ভবই নয়, বরং তা অত্যন্ত ফলপ্রসূ।’
 
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সুযোগ পাওয়া রবিউল ইসলামকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া সকল শিক্ষার্থীকেও সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদানের আয়োজন করা হবে।

পে স্কেল নিয়ে পে-কমিশনের সভা শুরু দুই ঘণ্টা দেরিতে
  • ২১ জানুয়ারি ২০২৬
এসইউবিতে ‘এফেক্টিভনেস অব এআই ইন এডুকেশন’ শীর্ষক সেমিনার অনু…
  • ২১ জানুয়ারি ২০২৬
রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী
  • ২১ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!
  • ২১ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষা কাল, আসনপ্রতি লড়বেন কত জন
  • ২১ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানা গেল
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9