চিঠি লিখে বিদায় মাদ্রাসাছাত্রীর

‘আম্মা তুমি ঠিকই বলছিলা, সে আমার সাথে টাইমপাস করতে আসছে, বিয়ের জন্য না’

আত্মহত্যার আগে চিঠি লিখে যান মাদ্রাসাছাত্রী
আত্মহত্যার আগে চিঠি লিখে যান মাদ্রাসাছাত্রী  © টিডিসি সম্পাদিত

নেত্রকোনার কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন এক প্রেমিক যুগল। পরে সম্পর্কের ইতি টানতেই রবিবার (২৯ জুন) নিজ বাড়িতে বিষ পান করেন প্রেমিকা। এ ঘটনার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ময়মনসিংহ মেডিকেলে রেফার্ড করা হয়। পরবর্তীতে তার শরীরিক অবস্থার অবনতি হলে, আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করে মাদ্রাসাছাত্রী। 

মৃত্যুর আগে তিন পাতার একটি চিঠি লিখে যান মাদ্রাসা ছাত্রী সুমাইয়া। চিঠির একটি প্যারায় তিনি লেখেন, ‘আম্মা তুমি ঠিকই বলছিলা, সে আমার সাথে টাইমপাস করতে আসছে, বিয়ের জন্য না। তোমরা সবাই আমাকে মাফ করে দিও, আমাকে মাফ করে দিও- আল্লাহ হাফেজ। মা তুমি আল্লাহর কাছে নামাজ পরে বিচার দিবা।’

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ফাজিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন সুমাইয়া। সে রোয়াইলবাড়ী মাকাসি পাড়ার শাহাব উদ্দিন ও জোসনা আক্তারের মেয়ে বলে জানা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেয়ের বাবা। 

আরও পড়ুন: শহীদ নাসিরের ঋণ মাথায় নিয়ে কলম ধরলেন তা’মীরুল মিল্লাতের ১৫০০ পরীক্ষার্থী

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি মাকাসি পাড়া গ্রামের সুমাইয়া ও নিলম্বরখিলা গ্রামের সাবেক মেম্বার আরজুর ছোট ছেলে আশরাফুল ইসলাম পূর্ণের সঙ্গে দীর্ঘদিনধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্কও করে তারা। পরে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টানতে চেয়ে রবিবার (২৯ জুন) রোয়াইলবাড়ী বাজারে মেয়েটিকে মারধর করে আশরাফুল।

মারধরের বিষয়টি সহ্য করতে না পেরে বিষপান করেন ওই মাদ্রাসা ছাত্রী। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং ময়মনসিংহ মেডিকেলে (মমেক) রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে মমেকে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মারা যায় ওই ছাত্রী। মারা যাওয়ার আগে একটি চিঠিও লিখে যান সুমাইয়া। 

কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ তফাজ্জল হোসেন বলেন, ‘মাইয়া নামের এক ছাত্রী আত্নহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখনো কোনো অভিযোগ পায়নি, পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ