শহীদ নাসিরের ঋণ মাথায় নিয়ে কলম ধরলেন তা’মীরুল মিল্লাতের ১৫০০ পরীক্ষার্থী

জুলাই শহীদ নাসির ও  তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পরীক্ষার্থীরা
জুলাই শহীদ নাসির ও তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পরীক্ষার্থীরা  © প্রতিনিধি

২০২৫ সালের আলিম পরীক্ষায় দেশের সর্বোচ্চ সংখ্যক ১,৫০০ শিক্ষার্থী অংশ নিয়েছেন গাজীপুরের তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখা থেকে। মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এটি সর্বোচ্চ। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. হিফজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
প্রতিবারের মতো এবারও এই প্রতিষ্ঠান পরীক্ষার্থী সংখ্যায় শীর্ষে রয়েছে। পরীক্ষার্থীদের উৎসাহ দিতে গত ২৪ জুন আয়োজিত দোয়া মাহফিলে স্মরণ করা হয় এই ব্যাচের ছাত্র শহীদ নাসিরকে; যিনি ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ হন। তাঁর রেজিস্ট্রেশন কার্ড ইতোমধ্যে মাদরাসায় পৌঁছেছে এবং পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতকৃত ডায়েরি তাঁর নামে উৎসর্গ করা হয়েছে।
 
এই ব্যাচের আরেক পরিচিত মুখ, গাজী জুনায়েদুর রহমান, যিনি গণঅভ্যুত্থানে স্নাইপারের গুলিতে আহত হয়েছিলেন, দীর্ঘ চিকিৎসা শেষে এখন সম্পূর্ণ সুস্থ এবং এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছেন। আজ বৃহস্পতিবার প্রথম দিনের পরীক্ষা শেষে তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ, কঠিন সময় পেরিয়ে হলেও ভালোভাবেই পরীক্ষা দিতে পারছি।’ এছাড়া  ’২৫ ব্যাচের শিক্ষার্থী তালহা জুবায়ের বলেন, “প্রথম দিন থেকেই পরীক্ষার হলের পরিবেশ অত্যন্ত অনুকূল ছিল। গার্ডরাও সহযোগিতাপূর্ণ ছিলেন।’ আরেক পরীক্ষার্থী শামীম আহমেদ জানান, “নিয়মিত রিভিশন আর দোয়ার বদৌলতে প্রশ্নপত্র সহজ লেগেছে। ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে।”
 
এদিকে তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মুহাম্মদ ইকবাল কবির শহীদ তিতুমীর হলে অবস্থানরত পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের প্রস্তুতি ও পরীক্ষার বিষয়ে দিকনির্দেশনা দেন। এবং তিনি '২৫ ব্যাচের সকল পরীক্ষার্থীদের সফলতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
 
প্রতিষ্ঠানটি শুধু সংখ্যায় নয়, ফলাফলেও দেশের শীর্ষে রয়েছে। বিগত তিন বছরে আলিম পরীক্ষায় এখানকার পাশের সংখ্যা ছিল যথাক্রমে—২০২২ সালে ১,৪৭৬ জন, ২০২৩ সালে ১,৪২১ জন এবং ২০২৪ সালে ১,৩১১ জন।


সর্বশেষ সংবাদ