ঢাকা আলিয়ায় ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২

ঢাকা আলিয়া মাদ্রাসা
ঢাকা আলিয়া মাদ্রাসা  © সংগৃহীত

ঢাকা আলিয়া মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় দুই শিক্ষার্থী। বুধবার (১৪ মে) রাত সাড়ে ১০ টায় ক্যাম্পাসটির মূল ফটকে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহতরা হলেন ফাজিল (স্নাতক) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সিয়াম ও আব্দুর রহমান। তাদের তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়।

জানা যায়, ঢাকা আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বরকতের অনুসারী ফাহিম ফয়সাল, সৌরভ, সাজ্জাদ ও রাকিব ক্যাম্পাসের মূল ফটকে আসলে সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের বাকবিতন্ডার সৃষ্টি হয়। এ সময় সাধারণ শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের মধ্যে দফায় দফায় চেয়ার নিয়ে সংঘর্ষ হয়।

আরও পড়ুন: শিক্ষার্থীকে ফাঁদে ফেলে অনৈতিক কাজের অভিযোগে শিক্ষক আটক

পরে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আশরাফুল কবির ও সহকারী হল সুপার মোঃ আব্দুর রহিম উপস্থিত হয়ে ঢাকা আলিয়া ছাত্রদল, ছাত্রশিবির, বিপ্লবী ছাত্র পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আজ (বৃহস্পতিবার) বিকাল তিন ঘটিকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মিমাংসার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বরকতের সকল অনুসারীকে স্থায়ী বহিষ্কার ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ