শিক্ষার্থীকে ফাঁদে ফেলে অনৈতিক কাজের অভিযোগে শিক্ষক আটক
- ভোলা প্রতিনিধি
- প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৮:০৯ AM , আপডেট: ১৭ মে ২০২৫, ১১:০৭ AM

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক কিশোরীকে ফাঁদে ফেলে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে রক্তিম শর্মা নামের এক শিক্ষককের বিরুদ্ধে। পরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। বুধবার (১৪ মে) সকালে হাওলাদার মার্কেটের শর্মা কম্পিউটার সেন্টারে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, কম্পিউটার প্রশিক্ষণের আড়ালে ওই প্রতিষ্ঠানে বেশ কিছুদিন ধরেই অসংগঠিত ও সন্দেহজনক কার্যকলাপ চলছিল। ঘটনার দিন এক কিশোরীসহ শিক্ষক রক্তিম শর্মাকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেলে। পরে স্লোগানে মুখরিত হয়ে তারা টেনিং সেন্টারের সামনে জড়ো হয়—‘দড়ি লাগলে দড়ি নে, রক্তিম শর্মার ফাঁসি দে’—এই দাবিতে তারা বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রক্তিম শর্মা ২০০৬ সালে কাচিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক ছিলেন। তখনও ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছিল। পরে তিনি কুয়েত গিয়ে ফিরে আসেন এবং ২০১০ সালে বোরহানউদ্দিন সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক হিসেবে পুনরায় যোগদান করেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশ দাস জানান, রক্তিম শর্মার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি শুনে ইতিমধ্যে স্কুল ম্যানেজিং কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত শিক্ষক রক্তিম শর্মার বক্তব্য নেওয়ার একাধিক চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।