মাদ্রাসার ৮ম শ্রেণিতে রেজিস্ট্রেশন সংশোধনের সময় বাড়ল

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড  © ফাইল ফটো

মাদ্রাসার ৮ম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সংশোধনের সময় বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১৫ এপ্রিল) শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়।

বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত নোটিশে বলা হয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল মাদ্রাসা প্রধান, সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকগণ ২০২৪ সালে ৮ম শ্রেণির রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে কোন ভুল বা সমস্যা হলে তা সংশোধন করতে পারবেন। 

আরও পড়ুন: মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিতে বয়স নির্ধারণ

নোটিশে আরও বলা হয়, ২০২৪ সালে ৮ম শ্রেণির রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের অনলাইনে সংশোধন সূত্রোক্ত স্মারক মোতাবেক সার্ভার জটিলতার কারণে যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। তাই আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সংশোধনের সময় বৃদ্ধি করা হয়েছে।


সর্বশেষ সংবাদ