উপজেলা পর্যায়ে মাদ্রাসা সরকারিকরণের দাবি

১৯ অক্টোবর ২০১৮, ০৭:১৪ PM

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের নেতারা প্রতিটি উপজেলায় একটি করে মাদ্রাসা সরকারিকরণের দাবি জানিয়েছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, উপজেলা পর্যায়ে একটি করে স্কুল কলেজ সরকারিকরণ করা হয়েছে। কিন্তু একটি মাদ্রাসাও সরকারিকরণ না করে শিক্ষায় ব্যবস্থায় বৈষম্য তৈরি করা হয়েছে।

শুক্রবার সংগঠনের ঝালকাঠি জেলা প্রতিনিধি সম্মেলনে শিক্ষক নেতারা এ দাবি জানান। সকাল সাড়ে দশটায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে  জেলা কমিটির সভাপতি মো. শাহ মাহমুদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. শান্ত ইসলাম, যুগ্ম মহাসচিব মো. শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার আলী। 

নির্বাচনের আগে ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও পূর্ণাঙ্গ বৈশাখী ভাতা দেয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মো. হারুন অর রশিদ বলেন, দেশে একটি করে স্কুল কলেজ সরকারি করা হলেও একটি মাদ্রাসাও সরকারিকরণ না করে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করা হয়েছে। স্কুল-কলেজের ন্যায় প্রতি উপজেলায় একটি করে মাদ্রাসা সরকারিকরণের দাবি জানান তিনি।

সম্মেলনে উপস্থিত ছিলেন মো. আ. বারেক শেখ,মো. জাকির হোসেন, মো. জসিম উদ্দিন, মো. আ. লতিফ হাওলাদার, মো. হুমায়ুন কবির, মো. মনিরুজ্জামান প্রমুখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক মীর মুহাম্মদ এনামুল হক। অনুষ্ঠান শেষে ৩৫ সদস্য সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নাম ঘোষণাকে কেন্দ্র বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০
  • ২২ জানুয়ারি ২০২৬
কক্সবাজার-৪ ভোটের আমেজ শুরু, আলোচনায় বিএনপি-জামায়াত প্রার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬
বিদ্রোহী প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কারের পর থানা কমিটিও স…
  • ২২ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষে শ্রমিকদের টানা তিনদিনের সাধারণ ছুটি
  • ২২ জানুয়ারি ২০২৬
নেত্রকোনার আলোচিত সেই ইউনওর বদলির আদেশ বাতিল
  • ২২ জানুয়ারি ২০২৬