স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা বাস্তবায়ন দাবিতে সভা

২৭ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৩ PM

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদানের অনুমতি, একাডেমিক স্বীকৃতি, মাদরাসা পরিচালনা, অনুদান, বেতন-ভাতাদি প্রদান নীতিমালা-২০১৮ সরকারের মেয়াদের মধ্যে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। বৃহস্পতিবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সমিতি কেন্দ্রীয় কমিটি আয়াজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।   

সমিতির সভাপতি আলহাজ্ব কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহাসচিব কাজী মোখলেছুর রহমান বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদানের অনুমতি, একাডেমিক স্বীকৃতি, মাদরাসা পরিচালনা, অনুদান, বেতন-ভাতাদি প্রদান নীতিমালা-২০১৮ অনুমোদন দিয়ে প্রধানমন্ত্রী  ইসলামি শিক্ষার ক্ষেত্রে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। ৩৪ বছর যাবত মাদরাসার শিক্ষকরা  বিনা বেতনে চাকরি করে মানবেতর জীবনযাপন করছেন। আমরা আশা করি এই সরকারের মেয়াদের মধ্যে খুব দ্রুত তা বাস্তবায়ন করা হবে। শিক্ষকরা প্রধানমন্ত্রীর আন্তরিকতা আজীবন মনে রাখবেন।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালার অনুমোদন দেয়ায় বিভিন্ন জেলা থেকে আগত সমিতির নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এবং সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন  জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির উপদেষ্টা সাগর আহমেদ শাহিন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম হিরন, সহসভাপতি মাওলানা মোঃ শাহজাহান, আব্দুর রহিম, তাজুল ইসলাম ফরাজী, অর্থ সম্পাদক জিয়াউল হক জিয়া, যুগ্ম সম্পাদক আবু মুসা ভূইয়া, শামছুল আলম, এবিএম আব্দুল কুদ্দুস, দপ্তর সম্পাদক ইনতাজ বিন হাকিম, আলাউদ্দিন, আব্দুর রশিদ, এ বি এম নাজিমউদ্দিন, আনোয়ার হোসেন,আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম,আবু সাঈদ, আব্দুর রাজ্জাক, তবিবর রহমান, মো: ওবায়দুল হক,লিয়াকত আলী, রেজাউল করিম, আব্দুল কাদের, নুরুল ইসলাম, আবুল খায়ের, মোখলেছুর রহমান, শওকত হোসেন, এনামুল হক, আলতাফ হোসেন, ইসমাইল হোসেন, নাসরিন বেগম, ফেন্সী খাতুন প্রমুখ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে না বাংলাদেশ 
  • ২২ জানুয়ারি ২০২৬
নাম ঘোষণাকে কেন্দ্র বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০
  • ২২ জানুয়ারি ২০২৬
কক্সবাজার-৪ ভোটের আমেজ শুরু, আলোচনায় বিএনপি-জামায়াত প্রার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬
বিদ্রোহী প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কারের পর থানা কমিটিও স…
  • ২২ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষে শ্রমিকদের টানা তিনদিনের সাধারণ ছুটি
  • ২২ জানুয়ারি ২০২৬