মাদ্রাসা শিক্ষকদের প্রণোদনা নিয়ে যা জানালেন মহাপরিচালক

হাবিবুর রহমান
হাবিবুর রহমান  © ফাইল ছবি

২০২৪ সালের জানুয়ারি মাস থেকে মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা ৫ শতাংশ প্রণোদনা পাবেন। কিছু জটিলতার কারণে ডিসেম্বরে প্রণোদনার অর্থ ছাড় করা সম্ভব হয়নি।

বুধবার (৬ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ সব কথা বলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান।

তিনি জানান, সরকার যে ৫ শতাংশ প্রণোদনা ঘোষণা করেছে তা সবাই পাবে। কারিগরি ত্রুটির কারণে ডিসেম্বর মাসে এই প্রণোদনা ছাড় করা যায়নি। তবে আশা করছি আগামী জানুয়ারি মাস থেকে শিক্ষক-কর্মচারীরা প্রণোদনার অর্থ পাবেন।

আরও পড়ুন: ব্যাডমিন্টন খেলতে গিয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

প্রসঙ্গেত, সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদেরও গত জুলাই থেকে মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনা পাওয়ার কথা ছিল। তবে চলতি ডিসেম্বরেও এই প্রণোদনা পাননি মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীরা। যদিও স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা প্রণোদনার অর্থ পেয়েছেন।


সর্বশেষ সংবাদ