মাষ্টার্সের মান পেল দাওরায়ে হাদীস, প্রধানমন্ত্রীকে শফীর অভিনন্দন

১৩ আগস্ট ২০১৮, ০৪:৪৮ PM
আল্লামা শাহ্ আহমাদ শফী। ফাইল ছবি

আল্লামা শাহ্ আহমাদ শফী। ফাইল ছবি

কওমী শিক্ষার সর্বোচ্চস্তর দাওরায়ে হাদীস (তাকমিল)-কে মাষ্টার্স ডিগ্রী (ইলামিক স্টাডিজ ও আরবী সাহিত্য)-এর মান দিয়ে মন্ত্রীসভায় আইন অনুমোদন করায় আল-হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমাদ শফী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রীসভা যে অনুমোদন দিয়েছেন তা ইতিহাস হয়ে রইবে বলে তিনি মনে করেন।

সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্ত যুগান্তকারী এবং ঐতিহাসিক। এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে বাংলাদেশের কোরআনী শিক্ষা এবং কওমী অঙ্গনের অসংখ্য ছাত্র/ছাত্রী উপকৃত হবে এবং দ্বীনি তালীম, দাওয়াত, শিক্ষা বিস্তার, জাতীর মানবিক ও নৈতিক সেবার ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ মান প্রদানের বিষয়টি অনেক আনন্দদায়ক ও খুশির খবর। এর মাধ্যমে কওমী শিক্ষার্থীদের দ্বীনি খেদমতের পরিধি আরো বিস্তৃত হবে।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘এই অনুমোদনে সারা দেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও শিক্ষার্থীরা আনন্দিত ও উৎফুল্ল। তারা দোয়া করছেন আল্লাহ যেন প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সবাইকে উত্তম বিনিময় দান করেন এবং কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষক যারা এই দাবী আদায়ে দোয়া করেছেন, আন্দোলন করেছেন আল্লাহ তাদেরকেও উত্তম বিনিময় দান করুন।’

আল্লামা শাহ্ আহমাদ শফী মন্ত্রীসভার সকল সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল সচিব ও স্বীকৃতি বাস্তবায়নে গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের অভিনন্দন জানান।

তিনি কওমী সনদের মান আদায়ে সর্বস্তরের ওলামায়ে কেরাম, শিক্ষার্থী যারা পরিশ্রম করেছেন, দাবী আদায়ে ভূমিকা রেখেছেন সবাইকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, মন্ত্রীসভায় অনুমোদিত আইন দ্রুতসময়ের মধ্যে সংসদে পাশের মাধ্যমে তা চূড়ান্ত হবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমিল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্ট্যাডিজ ও আরবি) সমমান প্রদান আইন, ২০১৮’ শীর্ষক আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

কক্সবাজার-৪ ভোটের আমেজ শুরু, আলোচনায় বিএনপি-জামায়াত প্রার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬
বিদ্রোহী প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কারের পর থানা কমিটিও স…
  • ২২ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষে শ্রমিকদের টানা তিনদিনের সাধারণ ছুটি
  • ২২ জানুয়ারি ২০২৬
নেত্রকোনার আলোচিত সেই ইউনওর বদলির আদেশ বাতিল
  • ২২ জানুয়ারি ২০২৬
সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জ…
  • ২২ জানুয়ারি ২০২৬