গোবিন্দশ্রী দারুল উলুম দাখিল মাদ্রাসা © টিডিসি ফটো
নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী দারুল উলুম দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর রেজিস্ট্রেশনের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে মাদ্রাসাটির সুপার হাবিবুর রহমানের বিরুদ্ধে। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টিও জানেন না মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি।
জানা গেছে, সরকারি বিধি মোতাবেক মাদ্রসা শিক্ষা বোর্ড কর্তৃক নবম শ্রেনির রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা নির্ধরণ করা হয়েছে। কিন্তু গোবিন্দিশ্রী দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মো. হাবিবুর রহমান নিজ ক্ষমতা বলে ম্যানেজিং কমিটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি বিধি লঙ্গন করে ৭০০-৮০০ টাকা আদায় করছেন। নবম শ্রেণিতে ৫০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৫২৯-৬২৯ টাকা অতিরিক্ত আদায় করছেন সুপার। এ ব্যাপারে শিক্ষক প্রতিনিধি, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা প্রতিবাদ করলেও তিনি নিজ ক্ষমতা বলে টাকা আদায় করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নবম শ্রেনির এক শিক্ষার্থী জানায়, কেরানি স্যার রেজিস্ট্রেশন বাবদ ৮০০ টাকা ফি জানান। আমার বাবাসহ আমি সুপার হুজুরের কাছে ৫ শত টাকা দিয়ে অনেক রিকুয়েষ্ট করেছিলাম। এ টাকা না মানায় পরে হুজুরের কাছে ৭ শত টাকা দিয়ে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করি।
ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি ইবতেদায়ী প্রধান মো. শাহীন আলম মোবাইল ফোনে জনান, নবম শ্রেনির রেজিস্ট্রেশন ফি সরকার নির্ধারিত টাকা নেওয়ার জন্য বলা হলে তিনি আমাকে শিক্ষকের জায়গায় থাকতে বলেন। আমি ৮ শত টাকা করেই নিবো। এক পর্যায়ে তাঁর সাথে আমার তর্কবিতর্ক হয়। এর আগেও উনার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও ট্যাব বিতরণের অনিয়মের অভিযোগও রয়েছে।
সুপার মো. হাবিবুর রহমান বলেন, রেজিস্ট্রেশন ফি বাবদ ৮ শ টাকা আদায়ের আলোচনা হয়েছে। তবে এখনো সিদ্ধান্ত হয়নি।
ম্যানেজিং কমিটির সভাপতি মো. এরশাদ মিয়া বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি মাদ্রাসায় যাচ্ছি। আমিও চাই কম টাকায় শিক্ষার্থীরা রেজিস্টেশন করুক।
মদন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল বারী বলেন, নির্ধারিত ফি থেকে ১০০-২০০ টাকা বেশি নিতে পারে। তবে এর বেশি নেওয়ার কোন সুযোগ নেই। বেশি নিলে তাকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হবে।