টাঙ্গাইলের কালিহাতীতে পুকুর থেকে আনিসুর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ বাড়ির সামনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত বুধবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরিবার ও পুলিশ জানা যায়, আনিসুর রহমান উপজেলার গোহালিয়াবাড়ী মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি জেলা পরিষদের সদস্য অাওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর ছোট ভাই। গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে অাজ সন্ধ্যার দিকে স্থানীয় যুবকরা খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে গেলে তাদের পায়ে একটি বস্তা সাদৃশ্য কিছু অাটকে যায়। পরে ওই বস্তা সাদৃশ্য বস্তুটি পানি থেকে উপরে উঠানো হলে অানিসুর রহমানের মরদেহটি ভেসে উঠে। সেসময় তার দুই হাত ও দুই পা বাঁধা এবং পেটের সাথে ইট ভর্তি একটি বস্তা শক্ত দড়ি দিয়ে বাঁধা ছিল।