মাদ্রাসার সব শিক্ষককে মুক্তপাঠের প্রশিক্ষণ নিতে নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৫:৪৫ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২২, ০৫:৪৫ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মুক্তপাঠ সংক্রান্ত প্রশিক্ষণ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের এই প্রশিক্ষণ অনলাইনে গ্রহণ করা হবে।
সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল আহসান।
নির্দেশনায় বলা হয়েছে, ‘‘২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে। শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের ধারাবাহিকভাবে প্রশিক্ষণ প্রদানের অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষকদের (মাদ্রাসাসহ সাধারণ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং প্রাথমিক বিদ্যালয়সমূহের মধ্যে যেখানে ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়) জন্য মুক্তপাঠ ই-লার্নিং প্লাটফর্মে ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ’ চালু করা হয়েছে।
এরই প্রেক্ষিতে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের Google Form-এ তথ্য প্রদানকারী মাদ্রাসার শিক্ষকগণকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে মুক্তপাঠ ই-লার্নিং প্লাটফর্মে (muktopaath.gov.bd/course-details/898/ লিংকে) যুক্ত হয়ে ইনডেক্স নাম্বার ব্যবহার করে অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’