শূন্য পদের তথ্য যাচাইয়ে মাদরাসা অধিদপ্তরের কমিটি

মাদরাসা শিক্ষা অধিদপ্তর
মাদরাসা শিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে এমপিওভুক্ত বেসরকারি মাদরাসার শূন্য পদের তথ্য যাচাই-বাছাই করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তথ্য যাচাই করে প্রতিবেদন দাখিল কর‍তে বলা হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এই কমিটি গঠন করে দেওয়া হয়। 

জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ করে এনটিআরসিএ। এই তথ্য প্রথম দফায় যাচাই-বাছাই শেষে ৭০ হাজাত শূন্য পদের তথ্য পায় এনটিআরসিএ। এই তথ্য সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রেক্ষিতেই এই কমিটি গঠন করলো মাদরাসা অধিদপ্তর।

অধিদপ্তর কর্তৃক গঠিত তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে অধিদপ্তরের প্রশাসন ও অর্থ শাখার পরিচালককে। সদস্য সচিব হিসেবে আছেন  প্রশাসন ও অর্থ শাখার উপপরিচালক। কমিটির সদস্য হিসেবে আছেন, প্রশিক্ষণ ও উন্নয়ন শাখার পরিচালক, ঢাকা বিভাগের পরিদর্শক এবনভ মেমিসের সিস্টেম এনালিস্ট বা প্রোগ্রামার।


সর্বশেষ সংবাদ