বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ AM , আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ AM
বাংলা একাডেমি

বাংলা একাডেমি © লোগো

বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা, অনুশীলন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাংলা একাডেমি আজ পালন করছে প্রতিষ্ঠার ৭০ বছর। ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভাষা সংগ্রামের চেতনা, দেশজ সংস্কৃতি ও সমকালীন সাহিত্যধারাকে ধারণ করে প্রতিষ্ঠানটি বাঙালির মনন ও সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাডেমি চত্বরে দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার এবং শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর সমাধিতে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

বিকেল সাড়ে ৩টায় একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা। এতে স্বাগত ভাষণ দেবেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সভাপতিত্ব করবেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন সাহিত্যিক ও গবেষক ফয়জুল লতিফ চৌধুরী।

রাষ্ট্রভাষা আন্দোলনের পর বাংলা ভাষার মর্যাদা রক্ষায় একটি সাংস্কৃতিক ও গবেষণা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে। সেই ধারাবাহিকতায় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে ১৯৫৫ সালে যাত্রা শুরু করে বাংলা একাডেমি। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয় নির্মাণে অগ্রগণ্য ভূমিকা রেখে চলেছে।

সাত দশকে বাংলা একাডেমি এখন গবেষণা, প্রকাশনা, অভিধান প্রণয়ন, লোকসংস্কৃতি সংরক্ষণ, পাঠচর্চা এবং জাতীয় সাহিত্য উৎসব আয়োজনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে সুপ্রতিষ্ঠিত। বাঙালির সাংস্কৃতিক বিকাশের ধারাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি আজও একইভাবে নিবেদিত।

নিয়োগের প্রজ্ঞাপন কেন দেওয়া হয়েছে ওসমান হাদির ভাইয়ের জানা ন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তি পরীক্ষায় মোবাইলসহ আটক আরও তিন ভর্তিচ্ছু
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির মুন্নির প্রার্থীতা স্থগিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘এনপিএ’ নামে নতুন বামপন্থী রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9