শেখ হাসিনার প্লট দুর্নীতি 

তদন্ত কর্মকর্তাকে জেরা শেষে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ 

শেখ হাসিনা
শেখ হাসিনা   © সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক মামলায় দুদক কর্মকর্তা আফনাত জাহান কেয়াকে জেরা করা শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ১০ নভেম্বর সোমবার দিন ধার্য করেছেন আদালত। 

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালত এ আদেশ দেন। 

এর আগে ৩ নভেম্বর মামলাটিতে আংশিক জেরা করা হয়। পরে বাকি আংশিক জেরা করার জন্য নির্ধারণ করে। গত ২৯ অক্টোবর আদালতে এই মামলায় আত্মসমর্পণ করেন রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম। তার আইনজীবী মোহাম্মদ শাহীনুর ইসলাম মামলাটির তদন্ত কর্মকর্তাকে জেরা করার সুযোগ পান।

দুদকের অভিযোগ, রাজউকের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা নিয়ে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক অঞ্চলে বিধি বহির্ভূতভাবে ছয়টি ১০ কাঠার প্লট বরাদ্দ নিয়েছেন। বিধি অনুযায়ী তারা এসব প্লট পাওয়ার যোগ্য ছিলেন না। 

গত ২৫ মার্চ দুদক ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে ছয়টি মামলার অভিযোগপত্র জমা দেয়। পরে ৩১ জুলাই মোট ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং তাদের পলাতক হিসেবে তালিকাভুক্ত করা হয়।


সর্বশেষ সংবাদ