কারাগারে জবির সাবেক অধ্যাপক আনোয়ারা

২৯ মে ২০২৫, ০৫:৩৭ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ১২:০৩ PM
জবির লোগো ও ড. আনোয়ারা বেগম

জবির লোগো ও ড. আনোয়ারা বেগম © টিডিসি সম্পাদিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হত্যাচেষ্টা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মুক্তিযোদ্ধা ড. আনোয়ারা বেগমকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার এক আদালত।

সূত্রাপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এ কে এম মাহমুদুল কবির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে হাজির করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালত আজ বৃহস্পতিবার (২৯ মে) এ আদেশ দেন।

তদন্তকারী কর্মকর্তা আবেদনে বলেন, আনোয়ারা বেগম এই মামলায় এজাহার নামীয় আসামি। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। জামিন পেলে তিনি পালিয়ে যেতে পারেন। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখা প্রয়োজন। তবে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে জামিন চান।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক মুক্তিযোদ্ধা আনোয়ারাকে পুলিশে দিল শিক্ষার্থীরা

আসামিপক্ষের আইনজীবী সোহরাব হোসেন সোহেল বলেন, আনোয়ারা বেগম ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না এবং তাকে হয়রানির জন্য মামলায় জড়ানো হয়েছে। তাই মানবিক কারণে তাকে জামিন দেওয়া উচিত।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির আত্মপক্ষ সমর্থনের আবেদন নাকচ করে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সেদিন সন্ধ্যায় ক্যাম্পাসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগ: জবি
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল,…
  • ০১ জানুয়ারি ২০২৬
যোগাযোগে দক্ষ হয়ে ওঠার ১০ কার্যকরী কৌশল
  • ০১ জানুয়ারি ২০২৬
ঢাবির স্টাফ ও টিচার্স এরিয়া ব্যতীত ক্যাম্পাস এরিয়ায় আতশবাজি…
  • ০১ জানুয়ারি ২০২৬
বছরের শেষ দিনে কমল সোনার দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার
  • ০১ জানুয়ারি ২০২৬
কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬