১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ নিয়ে যা জানালেন প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম
প্রেস সচিব শফিকুল আলম  © টিডিসি সম্পাদিত

১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসাথে দিনটিকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সোমবার (৩০ জুন) বিকেলে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এ দাবি জানায়।  

পরে রাতে এ বিষয়টি নিয়ে নিজের আইডি থেকে একটি স্ট্যাটাস দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে তিনি উল্লেখ করেন, জুলাই স্মরণসভা থেকে সরকার আগামীকাল ক্যালেন্ডার ঘোষণা করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, জুলাইয়ের অনেক গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে, ১৮ জুলাই সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এবং তাদের সাহসী প্রচেষ্টার জন্য উৎসর্গীকৃত। এটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস হিসেবে পালিত হবে। আগামীকাল আনুষ্ঠানিক ক্যালেন্ডার প্রকাশের দিকে নজর রাখুন।

পুসাবের এক পোস্টে বলা হয়, ১৮ জুলাইয়ের সেই সাহসী প্রতিরোধ না হলে ৫ আগস্টের বিজয় হয়ত অধরাই থেকে যেত। এ দিনেই সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী শহীদ ও আহত হন। তাই দিনটির গুরুত্ব বিবেচনা করে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ (Private University Resistance Day) নামে জাতীয় স্বীকৃতি দেওয়া জরুরি।


সর্বশেষ সংবাদ