রুটিন মাফিক পড়ালেখা আমাকে এগিয়ে রেখেছিল—ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম নুয়েল

নাহনুল কবীর নুয়েল
নাহনুল কবীর নুয়েল  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ২০২১-২০২২  শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ১ম স্থান অধিকার করেছেন নাহনুল কবীর নুয়েল। নিয়মিত সালাত আদায় করতেন তিনি। পড়ালেখা শেষ করে জজ হতে চান নুয়েল।

সম্প্রতি নিজের অভিজ্ঞতা ও জীবনের সার্বিক বিষয় নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে কথা বলেছেন নাহনুল কবীর নুয়েল । তার সাক্ষাৎকার নিয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের আইইউটি প্রতিনিধি তাওফিকুল ইসলাম হিমেল।

দ্যা ডেইলি ক্যাম্পাস: আপনার শৈশব কীভাবে কেটেছে ?
নাহনুল কবীর নুয়েল:  যেহেতু আমার মা-বাবা দুজনই সরকারি কর্মকর্তা সেহেতু বদলিজনিত একটা ব্যাপার থাকে। তাই  শৈশবের প্রথম অংশ কাটে খুলনায়।সেখানকার রোটারি স্কুলে ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করি শৈশবের দ্বিতীয় ভাগ কাটে ফরিদপুরে।ফরিদপুর জিলা স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হই।সেখান থেকেই  এসএসসি ও পরবর্তীতে সরকারি রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করি।

দ্যা ডেইলি ক্যাম্পাস: কিভাবে এতবড় সফলতা অর্জন করলেন?
নাহনুল কবীর নুয়েল:  আল্লাহর রহমত ছিল। এছাড়া মা-বাবার দোয়া, সাহায্য ও অনুপ্রেরণা এবং শ্রদ্ধেয় শিক্ষকগণের পরামর্শ ও দিকনির্দেশনা সাফল্য লাভকে সহজ করেছে। এছাড়া বেশ আগে থেকেই এডমিশন এর প্রস্তুতি নেয়াও সহায়ক হয়েছে বলা চলে।

দ্যা ডেইলি ক্যাম্পাস: কোথায় ভর্তি হবেন?
নাহনুল কবীর নুয়েল:  আমি বিইউপি তে দু’টি বিভাগে চান্স পেয়েছি।  FASS ও FSSS এবং FSSS অন্তর্ভুক্ত আইন বিভাগে  ভর্তি হই। এখন ইনশাহআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর আইন বিভাগে এ ভর্তি হবো।

দ্যা ডেইলি ক্যাম্পাস: আপনার লাইফ স্টাইল নিয়ে জানতে চাই ?
নাহনুল কবীর নুয়েল:  রুটিন্ মেনে পড়াশোনা, নামায, বিনোদনের জন্য বিদেশি ইউটিউব চ্যানেলের শিক্ষামূলক ভিডিও দেখা বা নোভেল পড়া

দ্যা ডেইলি ক্যাম্পাস: সফলতা অর্জন এর পেছনে কার অনুপ্রেরণা ছিলো ?
নাহনুল কবীর নুয়েল:  সফলতা অর্জনে মা-বাবার বিশেষ অনুপ্রেরণা ছিল। এছাড়া শ্রদ্ধেয়  শিক্ষকগণের ও অনুপ্রেরণা ছিল।

দ্যা ডেইলি ক্যাম্পাস: ভর্তি পরীক্ষার প্রস্তুতি কেমন ছিল ?
নাহনুল কবীর নুয়েল:  ভর্তি পরিক্ষার  প্রস্তুতি আল্লাহর রহমতে ভালো ছিল। যেহেতু একটু আগে থেকে প্রস্তুতি শুরু করেছিলাম তাই চাপ কিছুটা কম ছিল।

দ্যা ডেইলি ক্যাম্পাস: কোথায় কোচিং করেছেন ?
নাহনুল কবীর নুয়েল:  আসলে উচ্চমাধ্যমিক প্রথম  বর্ষ থেকেই এডমিশন এর প্রস্তুতি নেয়া শুরু হয়। একাডেমিক ও এডমিশনের পড়া সমন্বয় করে পড়ার চেষ্টা করতাম।  উচ্চমাধ্যমিকে ফরিদপুরে থাকা অবস্থায় এডভান্স এডমিশন কোচিং করি তুষার ভাইয়ের কাছে তুষার'স কেয়ারে। এইচএসসির পর  এডমিশন কোচিং করি ইউসিসি ফার্মগেট ব্রাঞ্চে এ

দ্যা ডেইলি ক্যাম্পাস: নতুনদের উদ্দেশ্যে আপনার উপদেশ কি ?
নাহনুল কবীর নুয়েল:  নতুনদের উদ্দেশ্যে বলতে চাই,; রুটিনমাফিক পড়া বেশ  কার্যকরি। এটা বিবেচনায় রাখলে ভালো হয়। এছাড়া উচ্চমাধ্যমিক থেকেই এডমিশন ও একাডেমিক পড়ার সমন্বয় করলে ভর্তি যুদ্ধের মূলপ্রস্তুতিতে চাপ কিছুটা কম হবে ও সাফল্য লাভ সহজ হবে

দ্যা ডেইলি ক্যাম্পাস: ভবিষ্যৎ পরিকল্পনা কি?
নাহনুল কবীর নুয়েল:  ভবিষ্যৎ পরিকল্পনা হলো LLB & LLM করে BJSC (Bangladesh judicial Service Commission) exam এ উত্তীর্ন হয়ে Judge হওয়া।

দ্যা ডেইলি ক্যাম্পাস: অনেক ধন্যবাদ আপনাকে।
নাহনুল কবীর নুয়েল: আপনাদেরকেও অনেক ধন্যবাদ।


সর্বশেষ সংবাদ