শৈশবের ঈদ অনেক বেশি আনন্দের ছিল

৩১ মার্চ ২০২৫, ০১:১৫ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১১ PM
রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী

রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ৪র্থ উপাচার্য হিসেবে রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী ৮ সেপ্টেম্বর ২০২৪ সালে দায়িত্ব গ্রহণ করেন। একজন অভিজ্ঞ নৌ কর্মকর্তা হিসেবে তিনি দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি একাডেমিক ও গবেষণার উৎকর্ষ সাধনের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ তৈরি করে যাচ্ছে। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্যের সঙ্গে এবারের ঈদ উদযাপন ও স্মৃতিচারণ নিয়ে কথা বলেছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধি তৌফিকুল ইসলাম আশিক-

দ্যা ডেইলি ক্যাম্পাস: এবারের ঈদ কোথায় উদযাপন করবেন? কীভাবে উদযাপন করবেন?

আশরাফুল হক চৌধুরী: প্রতি বছরের মত পবিত্র রমজান শেষে আসছে খুশির ঈদ। সাধারণত আমি পরিবারের সাথেই ঈদ উদযাপন করে থাকি। এবারো ঢাকায় পরিবারের সাথে ঈদ উদযাপন করবো। ঈদ-উল-ফিতরে আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে কুশল বিনিময় করা হয়।

দ্যা ডেইলি ক্যাম্পাস: শৈশবের ঈদ আর বর্তমান সময়ের ঈদ, কেমন পার্থক্য দেখেন? কেমন অনুভূতি আসে?

আশরাফুল হক চৌধুরী: শৈশবের ঈদ অনেক বেশি আনন্দের ছিল। কারণ তখন বন্ধু-বান্ধবদের সাথে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া আর নতুন নতুন উপহার পাওয়ার একটা আকর্ষণ থাকতো। বর্তমানে পেশাগত ব্যস্ততা বা পারিবারিক কারণে সেভাবে উদযাপন করা সবসময় সম্ভব হয় না। 

দ্যা ডেইলি ক্যাম্পাস: ঈদে শৈশবের কোন জিনিসটা মিস করেন? কোনো বিশেষ স্মৃতি রয়েছে?

আশরাফুল হক চৌধুরী: শৈশবের বন্ধুদের সবচেয়ে বেশি মিস করি। তাদের সাথে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা যেমন নদীর পাড়, কোন ঐতিহাসিক স্থান যেমন পুরোনো কেল্লা বা জাদুঘর ইত্যাদি ভ্রমণ করে আনন্দ পেতাম। 

দ্যা ডেইলি ক্যাম্পাস: নৌবাহিনীতে অনেকদিন থেকে কাজ করছেন, হয়ত কোনো কোনো ঈদ পরিবার ছাড়া কাটানো হয়েছে। সেই ঈদগুলো কেমন ছিল? 

আশরাফুল হক চৌধুরী: নৌবাহিনীতে কাজ করার সময় পেশাগত কারণে অনেক সময় পরিবারের সাথে ঈদ করা সম্ভব হয়নি। কখনও কখনও ঈদের সময় সমুদ্রে অবস্থান করায় পরিবারকে সঙ্গ দিতে পারিনি। তবে আমার পরিবারের সদস্যরা এ ব্যাপারে দেশের প্রতি আমার কর্তব্যের কথা বিবেচনা করে সবকিছু মেনে নিয়েছে। ঈদের সময় কর্তব্যের খাতিরে আমার সাথে নৌবাহিনীর অন্যান্য সদস্যরা যারা পরিবার থেকে দুরে সমুদ্রে কর্তব্য পালন করেছেন, তাদের মনোবল উচ্চ রাখার জন্য অনেক সময় তাদেরকে উন্নতমানের খাবার পরিবেশন বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে উজ্জীবিত রেখেছি। 

দ্যা ডেইলি ক্যাম্পাস: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদে ঈদ শুভেচ্ছায় কী বার্তায় কী জানাবেন?

আশরাফুল হক চৌধুরী: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জন্য রইলো প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, তোমরা সবাই তোমাদের পরিবারের সদস্যদের সাথে নির্বিঘ্নে এবং আনন্দের সাথে ঈদ পালন করবে। ঈদের এই আনন্দ তোমরা তোমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী এবং আরো অনেকের সাথে ভাগ করে নিবে এবং পবিত্র রমজানের শিক্ষা থেকে নিজের আত্মশুদ্ধি করতে পারবে। ঈদ মোবাবরক।

তিন শর্ত মেনে অঙ্গীকারনামা দিতে হবে প্রার্থীদের, প্রত্যাখ্য…
  • ১৪ জানুয়ারি ২০২৬
পর্দা নামলো ঢাবির এফ এইচ হল ষোড়শ জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের
  • ১৪ জানুয়ারি ২০২৬
জমি বিক্রির টাকা না দেওয়ায় বাবা-মাকে জ্যান্ত কবরের চেষ্টা
  • ১৪ জানুয়ারি ২০২৬
নিকাব নিয়ে বিএনপি নেতার মন্তব্যের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থ…
  • ১৪ জানুয়ারি ২০২৬
সিরিয়াল নিয়ে রোগী দেখতেন ভূয়া চিকিৎসক, ৫০ হাজার টাকা জরিমা…
  • ১৩ জানুয়ারি ২০২৬
আগামীকাল ঢাকার ৩ টি পয়েন্ট অবরোধের ঘোষণা ৭ কলেজের শিক্ষার্থ…
  • ১৩ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9