হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের নিষেধাজ্ঞা স্থগিত করল মার্কিন আদালত

২৪ জুন ২০২৫, ০৯:৩০ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৭:৩৩ PM
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ট্রাম্প প্রশাসনের উদ্যোগে স্থগিতাদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। সোমবার (২৩ জুন) বোস্টনের মার্কিন জেলা বিচারক অ্যালিসন বুরোস এক অন্তর্বর্তীকালীন আদেশে নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত করেন।

বিচারকের রায়ে বলা হয়, মতপ্রকাশ, চিন্তা ও বাক্‌স্বাধীনতার মতো মৌলিক সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করে প্রশাসন একটি সম্মানিত শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে নিতে এবং ভিন্নমত দমন করতে চেয়েছে। এর মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদেরকে বলির পাঁঠা বানানো হয়েছে, যাদের দুর্ভোগ ও ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উদ্বেগের অজুহাতে ৬ মাসের জন্য হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি ও এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণ নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে ইতোমধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়েও ভাবতে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরে শিক্ষার্থী কমেছে ৪ হাজার

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলছে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী মুক্তচিন্তা ও শিক্ষাব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং প্রতিহিংসামূলক। প্রশাসনের চাপে হার্ভার্ডের পাঠ্যক্রম, পরিচালনা ও মতাদর্শ নিয়ন্ত্রণের চেষ্টাকে প্রতিষ্ঠানটি আইনি চ্যালেঞ্জ জানায়।

প্রসঙ্গত, হার্ভার্ডে বর্তমানে প্রায় ৬ হাজার ৮০০ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ২৭ শতাংশ। তাদের নিরাপত্তা, ভবিষ্যৎ এবং উচ্চশিক্ষার অধিকার রক্ষায় আদালতের এই আদেশ গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন: মঙ্গলবার কাতারের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত

এদিকে, ট্রাম্প প্রশাসন অভিযোগ তোলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিদেশি অর্থ গ্রহণে অনিয়ম করেছে, ইহুদিবিরোধী মনোভাব ছড়িয়েছে এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে—যদিও এসব অভিযোগের পক্ষে তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি।

আদালতের আদেশে পরিস্কার করা হয়েছে, প্রশাসন তার উদ্দেশ্য বাস্তবায়নে এখন থেকে একটি সুশৃঙ্খল ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বাধ্য থাকবে এবং হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের অধিকার অক্ষুণ্ন থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেছেন, হার্ভার্ড কখনোই তার নীতিগত অবস্থান থেকে সরে আসবে না, বরং সেসব আইনসম্মত মূল্যবোধ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যেগুলো বিশ্ববিদ্যালয়ের ভিত্তিকে দৃঢ় করে।

র‌্যাম্পে হাঁটল পোষা প্রাণী—ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন উদ্যোগ …
  • ২০ জানুয়ারি ২০২৬
চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা এনসিপি’র, জায়গা পেলেন যারা
  • ২০ জানুয়ারি ২০২৬
১২ তারিখে ভোট হবে কিনা, এ নিয়ে গুজব ছড়াচ্ছে একটি চক্র: তথ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
এবার এনসিপি নেতার আসনের জামায়াত প্রার্থী ‘অবরুদ্ধ’, প্রত্যা…
  • ২০ জানুয়ারি ২০২৬
অনড় মামুন, চ্যালেঞ্জ বাড়ল নুরের
  • ২০ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের সম্ভাব্য সময়সূচি প্…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9