ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরে শিক্ষার্থী কমেছে ৪ হাজার

২৩ জুন ২০২৫, ১১:০২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
ঢাবির অপরাজেয় বাংলা

ঢাবির অপরাজেয় বাংলা © ফাইল ফটো

এক বছরের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৪ হাজারের বেশি শিক্ষার্থী কমেছে। তবে এই সময়ের মধ্যে ছাত্র-ছাত্রী অনুপাতে তেমন লক্ষণীয় পরিবর্তন আসেনি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সালের বার্ষিক বিবরণী প্রকাশিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদ ও বিভিন্ন ইনস্টিটিউটের মোট শিক্ষার্থী সংখ্যা উল্লেখ করা হয়েছে ৪০ হাজার ৮৩৭ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা শতকরা ৫৭ দশমিক ৩০ শতাংশ আর ছাত্রী সংখ্যা শতকরা ৪২ দশমিক ৭০ শতাংশ। এর আগে বছর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সালের বার্ষিক বিবরণীর তথ্য মতে, বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা ছিল ৪৪ হাজার ৮৯৫ জন। ফলে এক বছরের ব্যবধানে কমেছে ৪ হাজার ৫৮ জন শিক্ষার্থী।

তথ্য মতে, ২০২১-২২ সেশন থেকে পরিচালন সক্ষমতা ও চাহিদা বিবেচনায় নিয়ে ঢাবিতে স্নাতক পর্যায়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী আসন পুনর্নির্ধারণ করেছিল তৎকালীন প্রশাসন। ওই বছর থেকে স্নাতক পর্যায়ে ভর্তিতে প্রায় এক হাজার আসনে শিক্ষার্থী ভর্তি কমানো হয়েছিল। এরপর ২০২২-২৩ ও ২০২৩-২৪ সেশন এবং সর্বশেষ চলমান ২০২৪-২৫ সেশনেও এই ধারা অব্যাহত ছিল।

জানা গেছে, ২০২১-২২ সেশনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে ভর্তির ক্ষেত্রে ৭ হাজারেরও বেশি আসন ছিল। পরে ২০২১-২২ সেশনে এসে প্রায় এক হাজার কমিয়ে তা করা হয় ৬ হাজারের কিছু বেশি। সর্বশেষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সর্বমোট ৬ হাজার ১০ আসন ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, স্নাতক পর্যায়ে কম শিক্ষার্থী ভর্তির প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বমোট শিক্ষার্থীর সংখ্যায়।

গত মে মাসে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ২০২৩-২৪ সালের বার্ষিক বিবরণীর তথ্য মতে, ১০টি অনুষদের মধ্যে কলা অনুষদে মোট ৭ হাজার ৮৫১ জন শিক্ষার্থী, বিজ্ঞান অনুষদে ২ হাজার ৫২৮ জন শিক্ষার্থী, আইন অনুষদে ৬৭৩ জন শিক্ষার্থী, বিজনেস স্টাডিজ অনুষদে ৬ হাজার ২৯৬ জন শিক্ষার্থী, সামাজিক বিজ্ঞান অনুষদে ৬ হাজার ২১০ জন শিক্ষার্থী, জীববিজ্ঞান অনুষদে ২ হাজার ৭০৪ জন শিক্ষার্থী, ফার্মেসী অনুষদে ৪২০ জন শিক্ষার্থী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে ১ হাজার ৭ জন শিক্ষার্থী, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে ১ হাজার ১৮০ জন শিক্ষার্থী এবং চারুকলা অনুষদে ৭৫৬ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়া বিভিন্ন ইনস্টিটিউটে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১৭৭ জন। এদিকে, ২০২১ সালের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৩৫ জন।

এক বছরে ৪ হাজারের বেশি শিক্ষার্থী কমলেও ছাত্র-ছাত্রী অনুপাতে তেমন লক্ষণীয় পরিবর্তন আসেনি। ২০২২-২৩ সালের বার্ষিক বিবরণীর তথ্য মতে, ৪৪ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ছিল শতকরা প্রায় ৫৮ শতাংশ আর ছাত্রী সংখ্যা শতকরা প্রায় ৪২ শতাংশ ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২০-২১ সেশনে বিশ্ববিদ্যালয়টির মোট আসন সংখ্যা ছিলো ৭ হাজার ১২৫টি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট ও পড়ার গুণগত মান বৃদ্ধিতে ডিনস কমিটি বিশ্ববিদ্যালয় বরাবর আসন সংখ্যা কমানোর আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে ২০২১-২২ সেশনে ১ হাজার ১৫টি আসন কমিয়ে ৬ হাজার ১১০টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সর্বমোট ৬ হাজার ১০ আসন ছিল।

যে ২৫৯ আসনে চূড়ান্ত হলো হাতপাখার প্রার্থী (তালিকা)
  • ২১ জানুয়ারি ২০২৬
এবার ভোট গণনায় দেরি হতে পারে, যে ব্যাখা দিল সরকার
  • ২১ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী আবু সাইয়িদ
  • ২১ জানুয়ারি ২০২৬
ফাজিলে ইসলামিক ব্যাংকিং বিষয়ে নতুন বিভাগ চালু
  • ২১ জানুয়ারি ২০২৬
চাঁদপুর-২ আসনে লড়বেন ৮ প্রার্থী, কে কোন প্রতীক পেলেন 
  • ২১ জানুয়ারি ২০২৬
সাভারে বেদেপল্লিতে যৌথ বাহিনীর অভিযান মাদকসহ আটক ৩
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9