শিগগিরই চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসার সাক্ষাৎকার

ট্যামি ব্রুস
ট্যামি ব্রুস  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে স্থগিত হওয়া শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার প্রক্রিয়া খুব দ্রুতই পুনরায় চালু হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বর্তমানে কিছু বিলম্ব থাকলেও এটি দীর্ঘস্থায়ী নয় এবং যেকোনো সময় স্বাভাবিক কার্যক্রম শুরু হতে পারে— এমন আশ্বাস দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। আবেদনকারীদের নিয়মিতভাবে অনলাইনে সাক্ষাৎকারের স্লট পর্যবেক্ষণ করার অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৮ মে) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক মিশনকে শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেন। এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে— আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকাণ্ড আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা।

আরও পড়ুন: বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিতের নির্দেশ যুক্তরাষ্ট্রের

ব্রিফিংয়ে ট্যামি ব্রুস বলেন, বর্তমানে কিছুটা দেরি হতে পারে, তবে যারা আবেদন করেছেন বা করতে চান, তাদের প্রতি আমাদের পরামর্শ হলো— আবেদন প্রক্রিয়া চালিয়ে যান এবং অনলাইনে সাক্ষাৎকারের সময় পাওয়া যাচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করুন।

তিনি আরও বলেন, ‘যদি বিষয়টি দীর্ঘ মেয়াদি হতো, তাহলে আমরা অন্য পরামর্শ দিতাম। কিন্তু এটি খুব শিগগিরই শেষ হবে বলে আমরা প্রত্যাশা করছি।’

এই ঘোষণায় উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো লক্ষাধিক শিক্ষার্থীর জন্য আশার আলো দেখা দিয়েছে। বিশেষ করে ভারত থেকে যে বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রতি বছর যুক্তরাষ্ট্রে যান, তাদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের সন্ত্রাসী হামলার জবাবে গাজায় ইসরায়েলের অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। এসব আন্দোলনে বিদেশি শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বিতর্ক শুরু হয়। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এসব আন্দোলন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং বিদেশি শিক্ষার্থীদের পর্যাপ্তভাবে পর্যবেক্ষণ করা হয়নি। এই প্রেক্ষাপটেই শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় অতিরিক্ত যাচাই-বাছাই চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ