বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিতের নির্দেশ যুক্তরাষ্ট্রের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৮:২১ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৯:৩০ AM
বিদেশি শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির (এফ, এম, জে) ভিসা প্রদানের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে এই শ্রেণির ভিসার সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের পাঠানো এক ক্যাবল বার্তায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত শিক্ষার্থী এবং বিনিময় কর্মসূচির আওতাধীন নতুন ভিসার জন্য কোনো সাক্ষাৎকার নির্ধারণ করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনকারীদের কর্মকাণ্ড খতিয়ে দেখার কঠোর ব্যবস্থা চালুর আগে এটি একটি সাময়িক ব্যবস্থা।
এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে আশঙ্কায় পড়েছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোও—বিশেষ করে যেগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর আর্থিকভাবে নির্ভরশীল। এই বিশ্ববিদ্যালয়গুলোর অনেকগুলোকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই 'চরম বামপন্থি' আখ্যা দিয়ে সমালোচনা করে আসছেন।
আরও পড়ুন: বিশেষ বিসিএসের জন্য বিধিমালা সংশোধন, প্রজ্ঞাপন জারি
এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে ক্যাবল বার্তায় উল্লেখ করা হয়েছে, চলমান অপারেশন এবং ভেটিং প্রক্রিয়ার পর্যালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের একটি বিস্তৃত রূপ শিগগিরই চালু হবে, যেখানে আবেদনকারীদের ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার), টিকটকসহ বিভিন্ন মাধ্যমে করা পোস্ট, শেয়ার ও মন্তব্য বিশ্লেষণ করে দেখা হবে—জাতীয় নিরাপত্তার জন্য তা কোনো ঝুঁকি তৈরি করছে কি না।
চলতি বছরের মার্চ থেকে ফিলিস্তিনপন্থি আন্দোলনে জড়িতদের লক্ষ্য করে কনসুলার কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়। ‘সন্ত্রাসী কার্যক্রম বা সংশ্লিষ্ট সংগঠনের প্রতি সমর্থন’ পাওয়া গেলে আবেদন বাতিলের নির্দেশনা রয়েছে। এমনকি কেউ বিতর্কিত পোস্ট মুছে ফেললেও, তার স্ক্রিনশট সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী— ‘মেয়েটা আমার জীবন শেষ করে দিয়েছে’
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী রুবিও সম্প্রতি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম-ভিত্তিক পর্যবেক্ষণের অংশ হিসেবে এখন পর্যন্ত কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। মার্চ মাসে একাই বাতিল হয়েছে তিনশোর বেশি ভিসা।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শিক্ষা সংস্থা এনএএফএসএ-এর তথ্যমতে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে ১০ লাখেরও বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেছেন। এ শিক্ষার্থীরা মার্কিন অর্থনীতিতে ৪৩ দশমিক ৮ বিলিয়ন ডলার অবদান রেখেছেন এবং অন্তত ৩ লাখ ৭৮ হাজার মানুষের কর্মসংস্থানে ভূমিকা রেখেছেন। নতুন ভিসা নীতির এই স্থগিতাদেশ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শিক্ষাখাতে সংকটকে আরও ঘনীভূত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।