হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল স্থগিত করলেন আদালত

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছেন দেশটির ফেডারেল বিচারক
ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছেন দেশটির ফেডারেল বিচারক  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছেন দেশটির ফেডারেল বিচারক। এই আদেশে স্বস্তি ফিরে পেয়েছেন বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত হাজার হাজার বিদেশি শিক্ষার্থীরা। ২২ মে (বৃহস্পতিবার) দেশটির নর্দার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জেফ্রি হোয়াইট এই রায় দেন।

রায়ে বিচারক বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে এই পদক্ষেপ ছিল ‘অস্থিরতা সৃষ্টিকারী’ এবং তা আইনের চোখে যথার্থ নয় বলেই মনে হয়। তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত মামলার বাদী শিক্ষার্থীদের জীবনে ‘মারাত্মক বিশৃঙ্খলা’ তৈরি করেছে।

আরও পড়ুন: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞা

এর আগে বৃহস্পতিবার (২২ মে) মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) আকস্মিকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (এসইভিপি) সনদ বাতিল করে দেয়। এ কারনে বিশ্ববিদ্যালয়টির বিদেশি শিক্ষার্থী ভর্তি করার ক্ষমতা বাতিল হওয়ার শঙ্কা তৈরি হয়।

ডিএইচএস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে হার্ভার্ডে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা যদি অন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে স্থানান্তরিত না হন, তবে তাঁদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের সুযোগ থাকবে না।

এদিকে হার্ভার্ডকে ‘বামপন্থী, মার্কসবাদী এবং আমেরিকাবিরোধী আদর্শ’ ছড়ানোর অভিযোগে দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশেষ করে, বিশ্ববিদ্যালয়টিতে ডেমোক্রেট দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শিক্ষকতা ও নেতৃত্বের পদে নিয়োগ দেওয়াকেও তিনি তীব্র সমালোচনার চোখে দেখছেন।

সূত্র: ডিনামাইট নিউজ


সর্বশেষ সংবাদ