‘বিজনেস কিয়স্ক’ উদ্ভাবনে বিশ্বস্বীকৃতি বাংলাদেশি দুই শিক্ষার্থীর

১৪ জুন ২০২৫, ০৮:১৮ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
ইসমত জেরিন ও মইনুল ইসলাম

ইসমত জেরিন ও মইনুল ইসলাম © টিডিসি সম্পাদিত

গ্রামের মাটির গন্ধ মেখে যাত্রা শুরু। তারপর গবেষণার জগতে পথচলা। আর এবার সেই পথচলাকে আন্তর্জাতিক স্বীকৃতির সোনালী মুকুট পরাল যুক্তরাজ্য। বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের কন্যা ইসমত জেরিন এবং ফেনীর মুহাম্মদ মইনুল ইসলাম যৌথভাবে উদ্ভাবন করেছেন এক যুগান্তকারী প্রযুক্তি—‘ইন্টারেক্টিভ কিয়স্ক ফর বিজনেস ম্যানেজমেন্ট’, যা সম্প্রতি যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক পেটেন্ট লাভ করেছে (ডিজাইন নম্বর: 6439766)।

এই কিয়স্কটি আধুনিক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে একটি বিপ্লবী উদ্ভাবন। এটি এমন একটি স্বয়ংক্রিয় ডিভাইস, যা খুচরা দোকান, কর্পোরেট অফিস কিংবা যেকোনো সেবা কেন্দ্রে গ্রাহকদের স্বয়ংক্রিয় সেবা দিতে সক্ষম।

কী আছে এই কিয়স্কে?

ডিভাইসটির মাধ্যমে গ্রাহকরা জানতে পারবেন পণ্যের তথ্য, মূল্য, স্টক অবস্থা, ডিসকাউন্ট অফার এবং অন্যান্য প্রয়োজনীয় সবকিছু। থাকবে অনলাইন পেমেন্ট, রিয়েল-টাইম সহায়তা ও ব্যবসায়িক বিশ্লেষণ সুবিধা। এমনকি, বিক্রেতাকে জানাবে কোন পণ্যের চাহিদা বেশি, কোন অফার কার্যকর হচ্ছে কিংবা কোন সময়ে বিক্রি বাড়ে—যাতে করে ব্যবসায়িক কৌশল নির্ধারণ করা সহজ হয়।

উদ্ভাবনের পেছনের গল্প

ইসমত জেরিন, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়েস্টক্লিফ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন, তিনি বলেন, ‘বিদেশে এসে দেখেছি, বড় বড় স্টোরেও কর্মী সংকট বা ব্যবস্থাপনায় সমস্যা দেখা দেয়। তখনই ভাবলাম—কেন না এমন একটা কিছু বানানো যায়, যা এই ব্যবস্থাপনাকে সহজ ও স্বয়ংক্রিয় করতে পারে।’

অন্যদিকে, মুহাম্মদ মইনুল ইসলাম, যিনি পড়াশোনা করছেন ট্রায়ান ইউনিভার্সিটিতে, তিনি বলেন, ‘এই প্রযুক্তি এমনভাবে তৈরি হয়েছে, যাতে ভবিষ্যতে সম্পূর্ণ কর্মীবিহীন দোকান বা সেবা কেন্দ্রও সম্ভব হবে।’

বাংলাদেশের জন্য কী বার্তা?

এই উদ্ভাবন শুধু প্রযুক্তির গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের উদ্ভাবনী শক্তি, গবেষণার মান এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার একটি শক্ত বার্তা।

বিশেষ করে বাংলাদেশের সুপারশপ, কর্পোরেট হাউজ ও উদ্যোক্তাদের জন্য এটি হতে পারে একটি কার্যকর ও লাভজনক সমাধান। কর্মী নির্ভরতা কমিয়ে, স্বচ্ছতা ও সেবার গতি বাড়িয়ে ব্যবসা পরিচালনায় নিয়ে আসতে পারে এক নতুন মাত্রা।

পেটেন্ট মানেই নিরাপদ ভবিষ্যৎ

যুক্তরাজ্য থেকে পাওয়া এই আন্তর্জাতিক পেটেন্ট উদ্ভাবকদের জন্য শুধু মর্যাদার বিষয় নয়, এটি তাঁদের উদ্ভাবনকে সুরক্ষিত করলো বৈশ্বিক বাজারে। এখন থেকে তৃতীয় কোনো পক্ষ এই প্রযুক্তি অনুমতি ছাড়া নকল বা কপি করতে পারবে না।

গ্রাম হোক বা শহর, বাংলাদেশ এখন উদ্ভাবনের গল্প বলছে বিশ্বকে। ইসমত জেরিন ও মইনুল ইসলামের ‘বিজনেস কিয়স্ক’ উদ্ভাবন সেই গল্পেরই এক অনন্য অধ্যায়—যা শুধু তাঁদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশের এক সাহসী পদক্ষেপ।

বিইউপির এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন …
  • ১৭ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি, দ্বিতীয় ঢাকা
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকার আবহাওয়া কেমন থাকবে আজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9