গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫-এর বিজয়ী বুটেক্স শিক্ষক ড. আব্বাস উদদীন 

২০ মে ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০৭:৩৬ PM
বুটেক্স শিক্ষক ও তার উদ্ভাবন

বুটেক্স শিক্ষক ও তার উদ্ভাবন © টিডিসি ফটো

বাংলাদেশের টেক্সটাইল খাতে উদ্ভাবনী গবেষণার এক অনন্য স্বীকৃতি পেলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সহকারী অধ্যাপক ড. আব্বাস উদদীন। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পরিবেশবান্ধব ফ্যাশন উদ্ভাবন প্রতিযোগিতা “গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫”-এ তিনি বিশ্বের সেরা ১০ উদ্ভাবকের একজন নির্বাচিত হয়েছেন। 

আজ মঙ্গলবার (২০ মে) যুক্তরাজ্যের লন্ডনের ওল্ড বেল-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তার যুগান্তকারী আইডিয়া ‘ডিকার্বনাইজেশন ল্যাব’ এর জন্য তাকে স্বীকৃতি দেয়া হয়। 

ডিকার্বনাইজেশন ল্যাব হলো একটি বিশেষ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র; যা পরিবেশবান্ধব ডাইং, ফিনিশিং এবং উপকরণ প্রক্রিয়াকরণে কাজ করছে। এই ল্যাবটি কম কার্বন নির্গমন প্রযুক্তি ব্যবহার করে পুরোনো পদ্ধতিগুলোকে পরিবর্তন করতে এবং টেকসই উৎপাদন পদ্ধতিগুলোকে এগিয়ে নিতে কাজ করছে। 

কার্বন নিঃসরণ কমিয়ে আনার প্রযুক্তির অন্তর্ভুক্তির মাধ্যমে এই ল্যাবটি একটি নিবেদিত গবেষণা ও উন্নয়ন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। ডিকার্বনাইজেশন ল্যাব একাডেমিয়া এবং টেক্সটাইল শিল্পের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলেছে; যেখানে ডাইং ও ফিনিশিং প্রক্রিয়ায় স্বল্প-নিঃসরণ প্রযুক্তি উদ্ভাবন ও পরীক্ষার মাধ্যমে কারখানা ও শ্রমিকদের জন্য ব্যবহারযোগ্য, বাস্তবভিত্তিক সমাধান তৈরি করা হচ্ছে।

ভবিষ্যতের ফ্যাশন শিল্প গঠনের নেতৃত্বে ড. আব্বাস উদদীন শায়ক বলেন, ‘এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয় বরং বাংলাদেশের টেক্সটাইল ও শিক্ষাক্ষেত্রের একটি সম্মান। আমরা টেকসই প্রযুক্তির মাধ্যমে শিল্পকে নতুনভাবে সাজাতে চাই।’

আরও পড়ুন: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে চাকরি, আবেদন অনলাইনে

ফ্যাশন ইন্ডাস্ট্রির নোবেল পুরস্কার খ্যাত গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড হলো এইচ অ্যান্ড এম ফাউন্ডেশন কর্তৃক চালু করা একটি বার্ষিক পুরস্কার। ২০১৫ সাল থেকে এর কার্যক্রম শুরু হয়। ফ্যাশন ও টেক্সটাইল শিল্পে টেকসই উন্নয়ন এবং উদ্ভাবনী সমাধানের উন্নয়নকে উৎসাহিত করা এর মূল উদ্দেশ্য। সূত্রমতে, এবারের প্রতিযোগিতায় ৬৯টি দেশ থেকে মোট ৪৭৬টি আইডিয়া অংশগ্রহণ করে। গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫-এর এক্সপার্ট প্যানেল এসব আইডিয়া পর্যালোচনা করে, প্রতিটি ফাইনালিস্ট যাচাই-বাছাই করে শীর্ষ ১০ জন বিজয়ী নির্ধারণে পরামর্শ প্রদান করেন। বিজয়ীরা প্রত্যেকে পাবেন ২ লাখ ইউরো অনুদান।

উল্লেখ্য, ড. আব্বাস উদদীন পুরস্কারের অংশ হিসেবে বছরব্যাপী তিনটি ‘ফিজিক্যাল উইক’–এ অংশগ্রহণ করবেন। যার মাধ্যমে তার উদ্ভাবনী ধারণাকে আরও বিস্তৃত করে বৈশ্বিক পর্যায়ে প্রভাব তৈরি করার সুযোগ পাবেন। তিনটি ফিজিক্যাল উইক বছরের বিভিন্ন সময়ে আয়োজিত হবে। বর্তমানে তিনি প্রথম ফিজিক্যাল উইকে অংশগ্রহণ করছেন। দ্বিতীয় ফিজিক্যাল উইক চলতি বছরের অক্টোবরে এবং তৃতীয় ফিজিক্যাল উইক ২০২৬ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।

ট্যাগ: বুটেক্স
অর্থ আত্মসাতের অভিযোগে জাবির পরিবহন অফিসের কর্মচারী বরখাস্ত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থী না দেওয়া নিয়ে যা বলছে …
  • ১৮ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জবির সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৮ জানুয়ারি ২০২৬
আমির হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইসির ওপর আস্থা নেই, এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা ভাবার সম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেপ্তার
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9