আইইউটিতে অটোমোবাইল সোসাইটির ওরিয়েন্টেশন সম্পন্ন, গাড়িপ্রেমী নবীনদের উচ্ছ্বাসে মুখর ক্যাম্পাস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ PM
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) অটোমোবাইল সোসাইটি (এইউএস) তাদের নবীন সদস্যদের নিয়ে বার্ষিক ওরিয়েন্টেশন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন অটোমোবাইলপ্রেমী অসংখ্য শিক্ষার্থী, যারা গাড়ি, মোটরস্পোর্টস এবং কার কালচারকে কেন্দ্র করে তাদের নতুন যাত্রার প্রথম দিনটি উদ্দীপনায় রাঙিয়ে তুলেন।
এবারের ২৪ ব্যাচের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত আলোচনা, গাড়ি প্রযুক্তি সম্পর্কে জানার আগ্রহ এবং নতুনদের উৎসাহে ভরপুর পরিবেশ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আকিব আশরাফ, ফারিহা রাহমান এবং আরা রহমা তিন অ্যাঙ্করের চমৎকার উপস্থাপনায় শুরু থেকে শেষ পর্যন্ত জমে ওঠে পুরো অনুষ্ঠান।
ওরিয়েন্টেশনে অটোমোবাইল প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি, মোটরস্পোর্টসের অভিজ্ঞতা, ক্লাবের কার্যক্রম এবং বাস্তব প্রকল্পের কাজের সুযোগ নিয়ে আলোচনা করেন এইউএসের সিনিয়ররা। এইউএস মডারেটর ড. আহসান হাবিব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি IUTAUS-এর অফিসিয়াল কার্ট উন্মোচন করেন এবং নতুন ব্যাচের সদস্যদের উৎসাহিত দেন। তার বক্তব্যে ছিল ক্লাবের ভবিষ্যৎ প্রকল্প এবং মোটরস্পোর্টস সংক্রান্ত সম্ভাবনার কথা, যা নবীনদের উদ্দীপনা আরও বৃদ্ধি করেছে।
অটোমোবাইল টিমের টিম লিড ফারহান ইবতিশাম , যিনি আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, নিজের অভিজ্ঞতা শেয়ার করে নতুনদের অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানের আরেকটি বড় আকর্ষণ ছিল ‘ডিপার্টমেন্ট ওয়াইস সিম রেসিং’ প্রতিযোগিতা। সিমুলেটরভিত্তিক এই রেসিংয়ে প্রথম স্থান অর্জন করেন ইইই বিভাগের মোহাম্মদ নুসাইব, দ্বিতীয় হন সিভিল বিভাগের খান আরাফাত আদিব এবং তৃতীয় স্থান অর্জন করেন সিএসসি বিভাগের মুবতাসিম ফুয়াদ। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এইউএসের প্রেসিডেন্ট তাকিবুর রহিম অনুষ্ঠানে ঘোষণা দেন যে অটোমোবাইল সোসাইটির অফিসিয়াল ম্যাগাজিন Engine Insider-এর দ্বিতীয় সংস্করণ খুব শিগগিরই প্রকাশ করা হবে। নতুন ব্যাচের সক্রিয় অংশগ্রহণ এই সংস্করণকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গাড়িপ্রেমী নবীনদের উচ্ছ্বাস, প্রযুক্তির প্রতি আগ্রহ এবং সিনিয়রদের আন্তরিক পরামর্শে মুখরিত এই ওরিয়েন্টেশনকে এইউএস তাদের নতুন যাত্রার ‘ইগনিশন পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছে। অনুষ্ঠানের শেষে প্রকাশিত হয় আয়োজনে ধারণ করা নির্বাচিত কিছু মুহূর্ত, যা নবীনদের প্রাণবন্ত সূচনাকে স্মরণীয় করে তোলে।