এবার কার্জন হল ও ফজলুল হক হলে পাকিস্তানের পতাকা পদদলিত করল ঢাবি শিক্ষার্থীরা
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ AM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ডাকসু ও তিনটি হলের পর এবার কার্জন হল ও ফজলুল হক হলে পাকিস্তানের পতাকা পদদলিত করছে শিক্ষার্থীরা।
আজ বুধবার (১০ ডিসেম্বর) রাত ১২টার দিকে উভয় হলে এই প্রতীকী প্রতিবাদের ঘটনা ঘটে।
‘নো কম্প্রোমাইজ উইথ রাজাকার’ লেখা পাকিস্তানের পতাকা ও রাজাকাররা যতই একাত্তরকে অপ্রাসঙ্গিক করতে চাইবে একাত্তর ততোই প্রাসঙ্গিক হবে এবং গোলাম আজমের ছবি সংবলিত পোস্টারে ‘মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই’ লিখে পদদলিত করে প্রতিবাদ জানায় তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি হল ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের প্রবেশপথে পাকিস্তান, ভারত, ইজরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতীকী পতাকার ওপর হেঁটে প্রতিবাদ জানিয়েছে একদল শিক্ষার্থী।
এরআগে, গত রবিবার (৭ ডিসেম্বর) রাতে সার্জেন্ট জহুরুল হক হল ও ডাকসু ভবন, পরে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলে পাকিস্তানের পতাকা ও গোলাম আজমের ছবি পদদলিত করে পতীকী প্রতিবাদ জানান তাঁরা।