ইবিতে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানের বর্ষপূর্তি উদ্যাপন
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৭:৪৩ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতবছর কোটা সংস্কার আন্দোলন চলাকালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের নাতিপুতি উক্তির প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তুমি কে? আমি কে? রাজাকার! রাজাকার! স্লোগানের বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রতীকী প্রতিবাদ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ১২ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের ডাকে জিয়ামোড়ে উপস্থিত হয়ে একটি প্রতিবাদী মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার! কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার; চাইতে আসলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার; আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম; দালালি না রাজপথ, রাজপথ রাজপথ; দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত; রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, আজকের দিনটা কি ঐতিহাসিক দিন। আজকের দিনে আমাদের কোটা সংস্কার আন্দোলনের মূল ভরে গিয়েছিল। স্বৈরাচার শেখ হাসিনা সরকার রাজাকার বলে শিক্ষার্থীদের গালি দেওয়ায়, শিক্ষার্থীরা সারা বাংলাদেশে তার প্রতিক্রিয়া জানিয়েছিল। সেই আওয়ামী ন্যারেটিভ আবারো ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে; জুলাই স্পিরিটের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই স্পিরিটের মাধ্যমেই এই আওয়ামী ন্যারেটিভ ধ্বংস হয়ে যাবে বলেই আমরা বিশ্বাস করি।