৬ বছর ধরে ক্লাস নেন না জবি শিক্ষিকা

সংবাদকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করছেন জবি শিক্ষিকা
সংবাদকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করছেন জবি শিক্ষিকা  © টিডিসি সম্পাদিত

৬ বছর ধরে ক্লাস নেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌসী খাতুন। বিষয়টি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ রবিবার (২৯ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দীর্ঘ ছয় বছর ধরে ক্লাস নেন না সহযোগী অধ্যাপক ফেরদৌসী খাতুন, তবে নিচ্ছেন বেতন-ভাতা। এ ছাড়াও তার নিয়োগ অনিয়ম রয়েছে, এসব বিষয় নিয়ে রবিবার দুপুরে দৈনিক খবরের কাগজ পত্রিকার প্রতিনিধি মুজাহিদ বিল্লাহসহ কয়েকজন সংবাদকর্মী অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে দেখা করতে যান। পরে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। পাশাপাশি সংবাদকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেন।

এ সময় উপস্থিত ছিলেন, দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি জুনায়েদ মাসুদ ও রাইজিংবিডির প্রতিনিধি লিমন ইসলাম।

সংবাদকর্মীরা বলেন, জবি শিক্ষিকার সঙ্গে দেখা করে তার বক্তব্য নিতে গেলে, বিরূপ প্রতিক্রিয়া দেখান তিনি। একপর্যায়ে মুজাহিদের দিকে ধেয়ে আসেন তিনি। এ সময় তিনি সংবাদকর্মীদের নামে মামলা করার হুমকি দেন। 

আরও পড়ুন: তরুণীর সঙ্গে জবি ছাত্রদল নেতা রিফাতের ভিডিও ভাইরাল: সামনে এলো ভিন্ন তথ্য

সাংবাদিক মুজাহিদ বিল্লাহ বলেন, ‘আমি গত ছয়-সাত মাস ধরে বিষয়টি নিয়ে অনুসন্ধান করছি। তথ্য অধিকার আইনে প্রাপ্ত নথি অনুযায়ী, তিনি দীর্ঘ ছয় বছর ধরে কোনো ক্লাস নিচ্ছেন না। এ বিষয়ে বক্তব্য চাইলে তিনি রেগে যান এবং আমাকে ধাক্কা দিতে আসেন এবং হুমকিও দেন।’

এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘একটি শিক্ষিত সমাজে শিক্ষক ও সাংবাদিক—উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কারও সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বা হুমকি-ধামকি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী। সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। যদি কোনো শিক্ষক অনভিপ্রেত আচরণ করে থাকেন, অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সকলকে বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষায় সংবেদনশীল ও দায়িত্বশীল আচরণ করতে হবে।’


সর্বশেষ সংবাদ