‘নৃবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হলেন ঢাবি শিক্ষার্থী

‘বাংলাদেশে নৃবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
‘বাংলাদেশে নৃবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী  © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড এনথ্রপোলজি ও নৃবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে নৃবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করা হয়। এর আগে, গত শনিবার (৩১ মে) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তফা মুশফিক। এছাড়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনোয়ার আহমেদ দ্বিতীয় স্থান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিনহাজুল আবেদিন দিনার তৃতীয় স্থান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফারহান নূর তাসনিম রিমি চতুর্থ স্থান এবং  যৌথভাবে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির জিনিয়া সুলতানা ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবরিন ইসলাম পঞ্চম স্থান অধিকার করেন। অনুষ্ঠানে সেরা ২৫জন প্রতিযোগীকে নগদ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল কবে—জানাল পিএসসি

রচনা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং শান্তা মরিয়ম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ নৃবিজ্ঞানের জ্ঞান ও চর্চায় প্রায়োগিক নৃবিজ্ঞানের বিকল্প নেই। তিনি অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে প্রায়োগিক নৃবিজ্ঞানের অপরিহার্যতা তুলে ধরেন। 

আইআইএর নির্বাহী পরিচালক অধ্যাপক মাজারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর জাহিদুল ইসলাম, নৃবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শাহানা ফেরদৌস সীমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারহানা বেগম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নৃবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহানেওয়াজ মেহবুব রুমি। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence