বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদত্যাগ
- ববি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৪:২৮ PM , আপডেট: ১৪ মে ২০২৫, ০৩:৫৪ AM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক পদ থেকে এক সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। পদত্যাগকৃত শিক্ষক আলমগীর হোসেন। তিনি আইন বিভাগের সহকারী অধ্যাপক।
মঙ্গলবার (১৩ মে) তার পদত্যাগের চিঠি রেজিস্ট্রার বরাবর জমা দেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চিঠি থেকে জানা যায়, আলমগীর হোসেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন। চিঠিদে পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত উল্লেখ করেন।
আরও পড়ুন: আবু সাঈদকে মরণোত্তর শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি
এদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টা থেকে আমরণ অনশনে বসেছেন একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের গ্রান্ডফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এর আগে ড. মো. আলমগীর মোল্লা নামে এক শিক্ষক পদত্যাগ করেন। তিনি শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের ঢাকা ও বরিশালের গেস্ট হাউজের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। উভয় পদেই পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।