শিক্ষা ও গবেষণাবান্ধব ইশতেহার দিয়েছে আ.লীগ : জাফর ইকবাল

তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি অনুষ্ঠানে অতিথিরা
তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি অনুষ্ঠানে অতিথিরা  © সংগৃহীত

শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক ড. জাফর ইকবাল বলেন, ‘আওয়ামী লীগের ইশতেহারে আগামীর বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার কথা বলা হয়েছে। একইসাথে গবেষণা খাতে বাড়তি বরাদ্দ থাকছে। আমাদের দেশে অনেক ভালো গবেষক আছেন। কিন্তু ফান্ডের অভাবে তারা গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। বাজেটে এই বরাদ্দ থাকায় এখন তারা গবেষণা করতে পারবেন।’

বুধবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। সেন্টার ফোর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এই আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অটিজম বিশেষজ্ঞ ও সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, তথ্য প্রতিমন্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারানা হালিম। এছাড়া উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম ও তরুণ ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ। 

তিনি আরও বলেন, ‘তরুণরা বাংলাদেশের সবচাইতে বড় শক্তি। ছেলে-মেয়েরা সমানভাবে পড়ালেখা করছে। পৃথিবীতে পাকিস্তান নামের একটি দেশ আছে। সেখানে এক নারী লেখাপড়া করতে চাওয়ায় তার মাথায় গুলি করা হয়। আর আমাদের দেশে মেয়েরা তো ইদানীং ছেলেদের থেকেও এগিয়ে যাচ্ছে।’

এ সময় জাফর ইকবাল বলেন, ‘দেশে ৫ কোটি শিক্ষার্থী রয়েছে। সংখ্যার দিক বিবেচনায় অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার দ্বিগুণ। তারা ঠিকমত লেখাপড়া করতে পারলে, আমরা নাকে তেল দিয়ে ঘুমাতে পারি।’


সর্বশেষ সংবাদ