মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের আধাবেলা কর্মবিরতি কাল

০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ PM
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ © টিডিসি সম্পাদিত

১০ম গ্রেডের দাবিতে আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) আধাবেলা কর্মবিরতিতে যাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হবে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়কারী মো. মজিবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আগামী বুধবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত (অর্ধদিবস) কর্মবিরতির ঘোষণা করা হয়েছে।

দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের ঘোষণা অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ন্যাশন্যাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিউট ও হাসপাতাল, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, ঢাকা রেলওয়ে জেনারেল হাসপতাল, মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালসহ সারাদেশের সকল সরকারি হাসপতাল ও ইনস্টিটিউটে এই কর্মবিরতি পালন করা হবে।

এ ছাড়া বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য সেবা ও শিক্ষা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে পূর্ণ-কর্মদিবস কমপ্লিট শাটডাউন পালন করবেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কমপ্লিট শাটডাউন পালিত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এর আগে গত ২৫ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এক সপ্তাহের কর্মসূচির এই রোডম্যাপ ঘোষণা করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। এ অনুযায়ী, গত ৩০ নভেম্বর দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়।

পরিষদের সমন্বয়কারী ও মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (এম-ট্যাব) মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লব ওইদিন লিখিত বক্তব্যে বলেন, এসব কর্মসূচির পরেও সরকার যদি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়ন না করে তাহলে লাগাতার কমপ্লিট শাটডাউন শুরু হবে।

জোটে যেসব আসন পেল এনসিপি
  • ১৫ জানুয়ারি ২০২৬
যেসব আসনে প্রার্থী দিল জামায়াত
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটে ইসলামী আন্দোলনের জন্য কয়টি আসন থাক…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন …
  • ১৫ জানুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানের বাসায় ফিরলেন ত…
  • ১৫ জানুয়ারি ২০২৬
টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলার স্মরণে ডাকসুর ‘কাওয়ালি …
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9