কাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরে লাগাতার অবস্থান স্বাস্থ্য সহকারীদের

০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ PM
শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি © সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে স্বাস্থ্য অধিদপ্তরে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন স্বাস্থ্য সহকারীরা। আজ সোমবার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন শেষে বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক মো. ওয়াসিউদ্দিন রানা। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারের চলমান অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ মোট ৬ দফা দাবি বাস্তবায়নে গত শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালাচ্ছিলেন স্বাস্থ্য সহকারীরা। কর্মবিরতির কারণে সারা দেশে বন্ধ রয়েছে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্র। প্রতিদিন অনুষ্ঠিত ১৫ হাজার টিকা কেন্দ্র স্থগিত থাকায় প্রায় দেড় লাখ মা ও শিশু নিয়মিত টিকাদান থেকে বঞ্চিত হচ্ছেন, যা জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন আন্দোলনকারী স্বাস্থ্য সহকারীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, তারা প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা থেকে বঞ্চিত করতে চাননি। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দীর্ঘদিনের অবহেলা, বৈষম্য এবং প্রতিশ্রুতি রক্ষা না করার কারণে তারা বাধ্য হয়েছেন কর্মবিরতিতে যেতে। তারা বলেন, আমাদের যৌক্তিক দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্বীকার করে ২৭ বছর ধরে শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে। যদি টিকা না পাওয়ায় কোনো মা বা শিশুর মৃত্যুর ঝুঁকি বাড়ে, তার দায় স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের।

এদিকে সোমবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের ৬৪ জেলা থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা ব্যানার, ফেস্টুন ও মনিপাতা নিয়ে দলে দলে এসে কর্মসূচিতে যোগ দেন।

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি হল- নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতাসহ ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা, পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুনর্নিধারণের সময় টাইম স্কেল/উচ্চতর স্কেল যুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) সম্পন্নকারীদের যোগ্যতা হিসেবে স্বীকৃতি প্রদান।

আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত, জানবেন যেভাবে
  • ০২ জানুয়ারি ২০২৬
খালেদা-হাসিনার প্রতিদ্বন্দ্বিতার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসিকে বিশ্বকাপ খেলার আহ্বান স্পেন কোচ দে লা ফুয়েন্তের
  • ০২ জানুয়ারি ২০২৬
জুমার দিনের যে বিশেষ আমল নবিজীর কাছে পৌঁছানো হবে
  • ০২ জানুয়ারি ২০২৬
পেশায় রাজনীতিক মির্জা ফখরুলের বছরে আয় ১২ লাখ, মোট সম্পদ কত?
  • ০২ জানুয়ারি ২০২৬
নোয়াখালীতে ৬ মাদকসেবীকে কারাদন্ড
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!