ছয় দাবিতে নেত্রকোনায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

২৪ জুন ২০২৫, ০৬:২২ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০১:১৫ AM
নেত্রকোনায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

নেত্রকোনায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি © সংগৃহীত

ছয় দাবিতে নেত্রকোনার সদর উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২৪ জুন) আরামবাগ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে দুই ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

স্বাস্থ্য সহকারীরা বলেন, আমরা স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছি। অপ্রতুল সুযোগ-সুবিধা ও সীমিত জনবল নিয়েও প্রত্যন্ত অঞ্চলে অক্লান্ত পরিশ্রম করে কাজ করছি। অথচ আজ পর্যন্ত আমাদের পদে কোনো পরিবর্তন হয়নি। বেতন কাঠামোয় রয়েছে চরম বৈষম্য। দ্রুত দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সকল ধরনের কার্যক্রম আমরা বন্ধ করে দিব। 

ছয় দফা দাবির মধ্যে রয়েছে- নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধনের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ। 

পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী ও সকল স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ, বেতন স্কেলে উন্নীতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক গণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে এবং পূর্বে ইন-সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম দিতে হবে। 

আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু
  • ০১ জানুয়ারি ২০২৬
আইন পরামর্শক এইচএসসি পড়ুয়া ছেলে, চাকরি করেন সপ্তম শ্রেণির ম…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!