বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৭

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৭ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৩২ জনে। আজ সোমবার (৩০ জুন) স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, সর্বশেষ মৃত ব্যক্তি নেছার উদ্দিন (বয়স অজানা), বেতাগী উপজেলার বাসিন্দা। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৫ জন, পাথরঘাটায় ৫ জন, তালতলী ও আমতলীতে ৩ জন করে এবং বেতাগীতে ১ জন শনাক্ত হয়েছেন।

বর্তমানে জেলায় ২২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। বরগুনা জেনারেল হাসপাতালে ১৭০ জন, বামনায় ১৭, আমতলীতে ১২, তালতলী ও পাথরঘাটায় ১০ জন করে এবং বেতাগীতে ১ জন চিকিৎসা নিচ্ছেন।

জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ২ হাজার ৬৫৭ জন, পাথরঘাটায় ১১৮, বামনায় ৬৮, আমতলীতে ৩০, তালতলীতে ৩১ এবং বেতাগীতে ২৮ জন।

মৃত ২৬ জনের মধ্যে ২৩ জনই বরগুনা সদর উপজেলার বাসিন্দা। দুজন বেতাগীর এবং একজন পাথরঘাটার।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “দিন যত যাচ্ছে, ডেঙ্গু রোগীর সংখ্যা ততই বাড়ছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে আমরা নিয়ন্ত্রণ হারাতে পারি। সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধনে জোর দিতে হবে।”


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!