২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ বেড়েছে, আক্রান্ত কত?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৭:৩৪ PM
২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছে ২১ জন। করোনায় আজ কোন মৃত্যু নেই। মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছিল ১৯ জন। একই সময়ে এ রোগে ৩ জন মৃত্যুবরণ করেছেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গু সংক্রমণ বেড়েছে, আক্রান্ত কত?
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় মোট ৪৪১ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।
নতুন করে ২১ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৮ জনে। আজ নতুন করে কোনো মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৫১৮ জনে অপরিবর্তিত অবস্থায় আছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় চলতি বছরে ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজন পুরুষ ও ১১ জন নারী। চলতি বছর মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় সাতজন, চট্টগ্রামে ৯ জন, খুলনায় তিনজন। এ ছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৭৩ জনের।