২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২, আক্রান্ত কত?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজন প্রাণ হারিয়েছেন। এ সময় আক্রান্ত হয়েছেন ৪ জন। শনিবার (২১ জুন) রাতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ। এর আগে শুক্রবার ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।

নতুন করে ৪ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জনে। আর নতুন করে দুজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১০ জনে অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় চলতি বছরে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৯৭ জনের।

 


সর্বশেষ সংবাদ