চুল পড়া রোধে সহজ এবং কার্যকর উপায়
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৫ PM
চুল পড়া অনেকের জন্য একটি সাধারণ সমস্যা হলেও অতিরিক্ত চুল পড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পায়। দিনে ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক হলেও, এর বেশি হলে তা উদ্বেগের কারণ হতে পারে। চুল পড়া বন্ধ করতে এবং চুলের গোড়া মজবুত রাখতে নিয়মিত কিছু যত্ন নিতে হয়। চুল পড়ার কারণ জানলে এবং সেই অনুযায়ী যত্ন নিলে চুল পড়া কমিয়ে আনা সম্ভব।
রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, ‘চুল পড়া রোধ করতে হলে শরীরের ভেতর ও বাইরে দুই দিক থেকেই যত্ন নিতে হবে। সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত চুলের যত্ন নিলে এই সমস্যা সমাধান করা সম্ভব।’
চুল পড়া রোধে কার্যকর কিছু উপায়:
চুলে তেল দেওয়া
চুলের জন্য নারকেল তেল খুব উপকারী। এটি চুলকে মসৃণ এবং স্বাস্থ্যবান রাখে এবং চুলের গোড়া শক্তিশালী করে। শ্যাম্পু করার আগে চুলে তেল ম্যাসাজ করা ভালো।
রোজমেরি ও ল্যাভেন্ডার তেল ব্যবহার
এই তেলগুলি চুল পড়া রোধে বিশেষ কার্যকর। এতে থাকা উপাদানগুলি চুলের গোড়া শক্তিশালী করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
কেমিক্যালযুক্ত শ্যাম্পু পরিহার করা
চুলের যত্নে কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার থেকে বিরত থাকুন। পরিবর্তে প্রাকৃতিক উপাদানযুক্ত শ্যাম্পু ব্যবহার করুন যা মাথার ত্বক ও চুলের জন্য নিরাপদ।
কন্ডিশনার ব্যবহার করা
কন্ডিশনার চুলকে মসৃণ, উজ্জ্বল এবং শক্তিশালী করে। চুলের ধরন অনুযায়ী কন্ডিশনার বেছে ব্যবহার করুন।
গরম পানি এড়িয়ে চলুন
চুল ধোয়ার সময় গরম পানি ব্যবহার না করে কুসুম গরম পানি ব্যবহার করুন। গরম পানি চুলের ক্ষতি করে এবং চুল দুর্বল করে দেয়।
সুষম খাদ্য গ্রহণ
প্রোটিন, ভিটামিন ই, এবং অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার চুলের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে ডিম, দুধ, মাছ, শাকসবজি, ও ফলমূল চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
হেয়ার প্যাক ব্যবহার
চুলের গোড়া মজবুত করতে এবং চুল পড়া রোধে ঘৃতকুমারী, আমলকী, শিকাকাই, এবং নিমের গুঁড়ো মিশিয়ে একটি প্যাক তৈরি করতে পারেন। সপ্তাহে একবার এই প্যাক ব্যবহারে চুল পড়া কমাতে সাহায্য করবে।
চুল পড়া রোধে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত তেল দেওয়া এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার গুরুত্বপূর্ণ। এছাড়া, নিয়মিত চুলের যত্ন নেওয়া ও শরীরের ভেতর থেকে সুস্থ রাখা চুল পড়া কমাতে সাহায্য করবে।