যশোরে ভারতফেরত যুবক মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি

মাঙ্কিপক্স রোগের লক্ষণ
মাঙ্কিপক্স রোগের লক্ষণ  © ফাইল ফটো

যশোরে ভারত থেকে আসা এক ব্যক্তিকে মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তির নাম আব্বাস আলী। বয়স ৪২ বছর। তিনি ঝিনাইদহের শৈলকূপার ইব্রাহিমের ছেলে।

শুক্রবার বেলা ১১টার দিকে তিনি বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ওইসময় তার শরীরে মাঙ্কিপক্স রয়েছে বলে ইমিগ্রেশন কর্মকর্তাদের সন্দেহ হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন ইমিগ্রেশন কর্মকর্তারা। এক পর্যায়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয় আব্বাস আলীকে। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আইসোলেশনে রেখেছে।

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দাওরা গ্রামের বাসিন্দা আব্বাস আলী (৪২) গত ৩ জুন ভারতে যান।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, শুক্রবার বিকেলে তিনি বেনাপোল হয়ে দেশে ফেরেন।

তিনি বলেন, 'স্ক্রিনিংয়ের সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার শরীরে ফুসকুড়ি দেখে, পরে আব্বাসকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।'

বেনাপোল চেকপোস্ট প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহসিনা আক্তার রুম্পা বলেন, 'পরীক্ষা না করে কিছুই বলা যাবে না। তিনি মূলত চিকেনপক্সে আক্রান্ত। তাকে বিশেষ ব্যবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখবেন।'

এর আগে, একজন তুর্কি নাগরিকের মাঙ্কিপক্সের সন্দেহজনক লক্ষণ দেখা যায়। ৭ জুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে পরীক্ষায় মাঙ্কিপক্স ভাইরাস পাওয়া না গেলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ২২ মে থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্থল, বিমান ও সমুদ্র বন্দরে নজরদারি জোরদার করার নির্দেশ দেয় সরকার। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence