ডায়রিয়া রোগ থেকে নিজেকে নিরাপদ রাখার কৌশল © প্রতীকী ছবি
এই গরমের মওসুমে নানা ধরণের রোগব্যাধি ছড়াতে দেখা যায়। তীব্র গরমের সময় রোগগুলো প্রকট হয়ে ওঠে। প্রতি বছর বিশেষ করে গরমের সময় যে কয়েকটি রোগের প্রাদুর্ভাব বাড়তে দেখা যায় তার মধ্যে ডায়রিয়া অন্যতম। তবে কিছুটা সতর্ক হলেই এসব রোগ থেকে নিজেকে নিরাপদ রাখা যায়।
ডায়রিয়া সারাবছরের একটি রোগ হলেও প্রতিবছর গরমের শুরু থেকেই ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। বাংলাদেশে এর মধ্যেই স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, হাসপাতালগুলোতে মার্চ মাসের মাঝামাঝি থেকে আশঙ্কাজনক ভাবে বাড়তে শুরু করেছে ডায়রিয়া রোগী।
আরও পড়ুন: যে কাজে রিজিকের বরকত কমে যায়
ঢাকা টিবি হাসপাতালের সহকারী পরিচালক আয়শা আক্তারের মতে, গরমের সময় পানি বেশি দূষিত হয়। সেই পানি পান করলে ডায়রিয়া বা কলেরা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ সময়টাতে সারা বাংলাদেশেই ডায়রিয়ার প্রকোপ বেশি থাকে। তাই হাসপাতালগুলোতে ডায়রিয়া-আক্রান্ত নানা বয়সের রোগীর ভিড় দেখা যায় অন্যান্য সময়ের তুলনায় বেশি।
ডায়রিয়া কী এবং কেন হয়?
সাধারণত পরিপাকতন্ত্রে ভাইরাস, ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণের কারণেই ডায়রিয়া হয়ে থাকে।এটি মূলত পেটের অসুখ। দূষিত পানি বা পচা খাবার থেকে পেটের পীড়া দেখা দেয়। ডায়রিয়া হলে খুব দ্রুত শরীর থেকে পানি এবং ইলেক্ট্রোলাইট বের হয়ে গিয়ে শরীর দুর্বল হয়ে পড়ে। ফলে রোগীদের মৃত্যুর ঝুঁকি পর্যন্ত দেখা দেয়। ডায়রিয়ার প্রধান কারণ রোটা ভাইরাস, কখনো কখনো নোরো ভাইরাস। তবে পাতলা পায়খানার সঙ্গে রক্ত দেখা গেলে বা প্রবল জ্বর দেখা দিলে তা ভাইরাস নয়, বরং ব্যাকটেরিয়া বা পরজীবী সংক্রমণের কারণে হয়েছে বলে ধরে নিতে হবে। ডায়রিয়ায় বিশেষ করে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ডায়রিয়ায় সারা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ শিশু মৃত্যুর ঘটনা ঘটে। আর দুই বছরের নিচে শিশুদের ডায়রিয়ার প্রধান কারণ হল, রোটা ভাইরাসজনিত সংক্রমণ। গরমে যেসব কারণে ডায়রিয়া হয় চলুন সেগুলো জেনে নেই।
আরও পড়ুন: এই গরমেও আরামে থাকার উপায়
ডায়রিয়া হলে কী চিকিৎসা করাবেন?
আমরা জানি ডায়রিয়া হলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে যায় এবং রক্তে লবণের তারতম্য দেখা দেয়। এসব সমাস্যা রোধ করার জন্য খাবার স্যালাইন পান করাই হল ডায়রিয়ার মূল চিকিৎসা। চলুন জেনে নেই কিভাবে খাবার স্যালাইন তৈরী করে পান করবেন:
আরও পড়ুন: রমজান মাসে ফজিলত বাড়ানোর উপায়
ডায়রিয়া থেকে বাঁচার উপায়: