মৃত্যুহীন দিনে ৬৪ জেলায় ৬২ করোনা রোগী শনাক্ত

  © ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা কমতে কমতে ৬২ জনে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সাড়ে ৭ হাজার নমুনা পরীক্ষা করে ৬২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে।

সর্বশেষ ২০২০ সালের ১১ এপ্রিল এর চেয়ে কম রোগী শনাক্তের খবর দিয়েছি স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ৫৮ জন রোগী শনাক্ত হয়েছিল।

এরপর থেকে গত দুই বছরে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা সব সময় শতাধিক ছিল। ২০২১ সালে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের সময় এবং এ বছর ওমিক্রন ধরনের বিস্তারের মধ্যে তা ১৬ হাজারের ঘরও ছাড়িয়েছিল। 

টানা তিনটি মৃত্যুহীন দিন কাটানোর পর শুক্রবার দুজনের মৃত্যুর খবর এলেও এরপর ২৪ ঘণ্টা আবার মৃত্যুহীন দিন দেখেছে বাংলাদেশ।

নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৫২৭ জন। আর মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা আগের দিনের মতোই রয়েছে ২৯ হাজার ১১৪ জনে।


সর্বশেষ সংবাদ