আরও দুইদিন চলবে গণটিকা কার্যক্রম

২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪১ PM
টিকার জন্য অপেক্ষমানদের সারি

টিকার জন্য অপেক্ষমানদের সারি © সংগৃহীত

একদিনে এক কোটি মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকাদান কর্মসূচি আরও দুদিন চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শনিবার (২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ টিকাবিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানিয়েছেন।

দেশে এক কোটি মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে আজ। টিকা পেতে কোনো ধরনের নিবন্ধন কিংবা কাগজপত্রের প্রয়োজন হচ্ছে না। 

সবাই যাতে করোনার টিকা পান সেজন্য এমন উদ্যোগ নিয়েছে সরকার। গত কয়েকদিন ধরেই কোনো ধরনের নিবন্ধন ও কাগজপত্র ছাড়াই টিকা দিতে পারছেন মানুষ। এ কারণে টিকা কেন্দ্রগুলো রয়েছে প্রচণ্ড ভিড়। টিকা কেন্দ্র ছাড়াও মহানগরে ওয়ার্ডে ওয়ার্ডে এবং গ্রাম পর্যায়ে ইউনিয়নে টিকা দেয়া হবে।

আরও পড়ুন- ১ কোটি ডোজ টিকা দেয়া হবে আজ

এক কোটি ডোজ টিকা প্রদানের জন্য সারাদেশে সরকার ২৮ হাজার বুথ প্রস্তুত করেছে। এসব বুথে স্বাস্থ্য বিভাগের ১ লাখ ৪২ হাজার কর্মী দায়িত্ব পালন করবেন। দেশের প্রতিটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের বাইরেও পাঁচটি করে ভ্রাম্যমাণ দল থাকবে। এ ছাড়া সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে ৩০ থেকে ৫০টি করে বুথে টিকা দেওয়া হবে। লোকজনকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে গত কয়েক দিন মাইকিং, গণবিজ্ঞপ্তিসহ বিশেষ প্রচার চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছিলো, ২৬ ফেব্রুয়ারি করোনার প্রথম টিকা নেয়ার শেষ দিন। এরপর আর প্রথম ডোজ নেয়া যাবে না। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ২৬ ফেব্রুয়ারির পরও টিকা গ্রহণ করা যাবে।

দেশে করোনার তৃতীয় ঢেউ শেষের দিকে। বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। করোনার কারণে দেশে আর বিধিনিষেধ দিতে চায় না সরকার। টিকা নিশ্চিত করেই ভাইরাস প্রতিরোধ করার চেষ্টা সরকারের।

ট্যাগ: করোনা
ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • ২৪ জানুয়ারি ২০২৬
মুড়ি-বাতাসা নিয়ে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী
  • ২৪ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় কালার-ধন মিয়ার গোষ্ঠীর সংঘর্ষ, ১১ নারী গ্রে…
  • ২৪ জানুয়ারি ২০২৬