দুইদিন ধরে ৫ শতাংশের উপরে করোনা শনাক্তের হার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ০৬:৩৫ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২২, ০৬:৪০ PM
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১১৬ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে।
আরও পড়ুন: আজও শনাক্তের সংখ্যা ১১শ’র উপরে
এদিন নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশ। সাড়ে তিন মাস পর আজ শনিবার দ্বিতীয় দিনের মতো পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ শতাংশ ছাড়াল। শুক্রবার রোগী শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৭ শতাংশ।
আরও পড়ুন: বাস-ট্রেন-লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত হয়েছে
স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। মারা যাওয়া ওই নারীর বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রাম বিভাগের।সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৫৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৫০ হাজার ৬৮৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৮ হাজার ৫৮৬টি আর পরীক্ষা হয়েছে ১৯ হাজার ২৭৫টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৮১৫টি।
আরও পড়ুন: দুই-এক দিনের মধ্যেই কঠোর বিধি-নিষেধের ঘোষণা
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮০ লাখ ৭৭ হাজার ৯৯৯টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৩৫ লাখ ৭১ হাজার ৮১৬টি। দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৬ শতাংশ।