খালেদা জিয়ার বাসভবন ‘মিনি হাসপাতাল’, বুকিং আছে কেবিনও

১১ এপ্রিল ২০২১, ০৯:৩৭ PM
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া © ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তার বাসভবনের আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তার বাসভবনকে মিনি হাসপাতালে পরিণত করা হয়েছে। এছাড়া হাসপাতালে কেবিন বুকিং দিয়ে রাখা হয়েছে বলে জানান তিনি। এর আগে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত তথ্য ছড়িয়ে পড়ে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, ‘পাঁচ-ছয় দিন আগে একজন স্টাফের জ্বর ভাব প্রকাশ প্রায়। পরদিন তার শরীরে ব্যথার কথা জানা যায়। সন্দেহজনক হওয়ায় তার করোনা টেস্ট করা হলে ফল পজিটিভ আসে। এরপর তার রুমের ছয় জন স্টাফের পরীক্ষা করানো হয়। সবার ফল পজিটিভ আসে। তাদের জ্বর, কাশি বা অন্য কোনো উপসর্গ ছিল না।’

ডা. মামুন বলেন, ‘পরে খালেদা জিয়ার সঙ্গে যে দুই জন থাকেন, তাদেরও করোনা টেস্ট করানো হলে শনাক্ত হয়। এরপর গতকাল সকালে খালেদা জিয়ার নমুনা টেস্ট করা হলে ফল পজিটিভ আসে। তবে তার কোনো উপসর্গ নেই।’

তিনি বলেন, ‘চিকিৎসক হিসেবে এ বিষয়ে গোপনীয়তা রাখার চেষ্টা করেছি। এটি জানানোর দায়িত্ব আমার নয়, দলের। তাদের পরিকল্পনা ছিল প্রেস কনফারেন্স করার। ডাক্তার হিসেবে আমি জানাতে পারি না, সে কারণেই স্বীকার করিনি।’

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, ‘আমরা করোনা পরীক্ষার অফিসিয়াল রিপোর্ট পাইনি। আইসিডিডিআর,বি-তে তার রক্তসহ আরও কিছু পরীক্ষা করানো হয়েছে।’

তিনি জানান, একটি প্রাইভেট হাসপাতালে আগে থেকেই বেগম খালেদা জিয়ার জন্যে একটি কেবিন বুক রাখা হয়েছে। যদিও তার শারীরিক কোনো সমস্যা নেই। তাছাড়া তার বাসাতেও অক্সিজেনসহ যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, হাসপাতালের মতো ব্যবস্থা নিয়ে রেখেছি। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড আছে। পুরো বিষয়টি তারা দেখছেন বলেও জানান তিনি।

উপজেলা থেকেই ডিজিটাল অর্থনীতির ভিত্তি গড়তে হবে: ফয়েজ আহমদ
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন-গণভোট নিয়ে সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার …
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বি…
  • ২৬ জানুয়ারি ২০২৬
কুবির শিক্ষার্থীদের জন্য যুক্ত হচ্ছে ৩টি নতুন নীল বাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
নিঃশর্ত ক্ষমা চাইলেন ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা
  • ২৬ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় বাংলাদেশ রাউন্ডে চ্যাম্প…
  • ২৬ জানুয়ারি ২০২৬