দেশে প্রতি ২৩ মিনিটে একজন করোনার মারা যাচ্ছে

১০ এপ্রিল ২০২১, ০৭:৩৯ PM
করোনায় মৃত্যু

করোনায় মৃত্যু © ফাইল ছবি

রাজধানীসহ সারাদেশে মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে ভয়াবহ আকারে। করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬৬১ জনে। এদিকে প্রতিদিনই করোনায় আক্রান্ত বা মৃত্যুর সংখ্যায় আগের দিনের রেকর্ড ভেঙে তৈরি হচ্ছে নতুন রেকর্ড। এভাবে হিসেব করলে দেখা যায়, গত ১০ দিনে দেশে প্রতি ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২ দশমিক ৫৬ জনের। অর্থাৎ দেশে প্রতি ২৩ মিনিটে একজন করোনায় প্রাণ হারাচ্ছে।  

করোনায় আক্রান্তের সংখ্যাও প্রতিদিন বেড়ে চলেছে। শনিবার পরীক্ষায় নতুন আরও পাঁচ হাজার ৩৪৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৭৮ হাজার ৯৩৭ জনে। অর্থাৎ ঘণ্টায় নতুন শনাক্ত ২৮১ দশমিক ৮ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ২৪৩টি ল্যাবরেটরিতে ২৫ হাজার ১৮৫টি নমুনা সংগ্রহ ও ২৬ হাজার ৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময়ে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৪৯ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা ৪৯ লাখ ৭৩ হাজার ৪৮৯ জন। প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭৭ জনের বয়স পর্যালোচনা করলে দেখা যায়,  মৃতদের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব তিনজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ২২ জন এবং ষাটোর্ধ্ব ৪৪ জন রয়েছেন। অর্থাৎ যুবকদের সংখ্যা বেশি। যা বর্তমানে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ। চলতি বছরের শুরুর দিকে করোনা প্রায় নিয়ন্ত্রণে চলে আসলেও মার্চ মাসের শেষ দিক থেকে সংক্রমণ এবং মৃত্যু আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

দলের আদর্শ পরিপন্থী কার্যকলাপে বহিষ্কৃত দুই নেতাকে ফেরাল বি…
  • ২৬ জানুয়ারি ২০২৬
কুবির শিক্ষার্থীদের জন্য যুক্ত হচ্ছে ৩টি নতুন নীল বাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
নিঃশর্ত ক্ষমা চাইলেন ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা
  • ২৬ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় বাংলাদেশ রাউন্ডে চ্যাম্প…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নেবে রিলেশনশিপ অফিসার, আবেদন শে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গুঞ্জনের অবসান ঘটিয়ে রেফারি প্রশিক্ষণ কর্মসূচিতে বিসিবি সভা…
  • ২৬ জানুয়ারি ২০২৬